Published : 17 Mar 2025, 04:44 PM
নেইল পলিশ ব্যবহার করে নখে নানান নকশা আঁকা নতুন কিছু নয়। তবে ‘ক্যাট আই নেইল আর্ট’য়ের ঝিকিমিকি উজ্জ্বলতা এ সময়ে মনোযোগের আকর্ষণ হয়েছে।
উজ্জ্বল এই ম্যানিকিউরের বিশেষত্ব হল- এতে ত্রিকোণাকৃতির শিমার থাকে যা আলোতে আসলে দেখতে অনেকটাই বিড়ালের চোখের মতো লাগে।
এই ‘নেইল আর্ট’ যদিও দেখতে একটু জটিল মনে হতে পারে। তবে যে কৌশল ব্যবহার করা হচ্ছে, তা আসলে সহজেই বাড়িতে করা সম্ভব।
‘ক্যাট আই নেইল আর্ট’ কীভাবে কাজ করে?
নিউ ইয়র্ক ভিত্তিক নখ-নকশাকর লরেন ওর্টেগা ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “ক্যাট আই নেইল আর্ট’য়ে মেটালিক পার্টিসেলস বা ধাতব কণিকা যুক্ত ‘গ্লিটার’ ভিত্তিক বিশেষ ধরনের নেইল পলিশ ব্যবহার করা হয়। প্রাথমিক অবস্থায় দেখতে সাধারণ ঝিকমিক করা নেইল পলিশ-ই মনে হবে। তবে চুম্বকের সাহায্যে ধাতব কণিকাগুলোকে যখন বিভিন্ন আকার দেওয়া হয় বা নখের নানান দিকে ছড়িয়ে দেওয়ার পর আসল সৌন্দর্য ফুটে ওঠে।”
এই নকশায় নখের ওপর একটি রুপালি বা সোনালি শিমার তৈরি হয়, যা বিভিন্ন কোণে আলোর সাথে প্রতিফলিত হয়ে বিড়ালের চোখের মতো চকচকে লাগে।
যেভাবে করা যায়
প্রথম ধাপ: প্রস্তুতি
নখে নকশা করতে প্রথমে প্রয়োজন হবে একটি ক্লিয়ার জেল বেস কোট। এটি লাগিয়ে ইউভি বা এলইডি ল্যাম্পের সাহায্যে পুরো নখ ভালোভাবে কিওর বা শুকিয়ে করতে হবে।
দ্বিতীয় ধাপ: পছন্দের রং বেছে নেওয়া
‘ক্যাট আই নেইল’ নকশা করতে চাইলে, এর জন্য একটি ‘বেস কালার’ বা প্রধান রং নির্বাচন করতে হবে। এরপর একটি ‘ক্যাট আই জেল পলিশ’ দিয়ে বেস রংয়ের ওপরে লাগাতে হবে।
‘নখে ক্যাট আই’ প্রভাব আনার জন্য কালো পলিশ বেস হিসেবে ব্যবহার করা ভালো। কারণ এটি ক্যাট আই পলিশের রংকে আরও উজ্জ্বল করে তোলে। আবার কালো না নিয়ে অন্য রংয়ের সাথেও ব্যবহার করা যায়।
তৃতীয় ধাপ: চুম্বক ব্যবহার করা
এখান থেকে গুরুত্বপূর্ণ ধাপ শুরু। ‘ক্যাট আই পলিশ’য়ের ওপর চুম্বকের সাহায্যে নকশা তৈরি করতে হবে। চুম্বক সেট চাইলে কিনে ফেলতে পারেন।
চুম্বক একটু উঁচু থেকে ধরে নখের ওপর প্রায় সমান্তরালভাবে রেখে অবস্থান পরিবর্তন করলে বিভিন্ন ধরনের নকশা তৈরি হয়। যেমন- সরল বা সোজা রেখা, ছোট ছোট হৃদয় আকৃতি বা নখের পুরোটা জুড়ে চকমকে প্রভাব তৈরি হয়।
নখে এভাবে নকশা করা শেষে আবার ইউভি বা এলইডি ল্যাম্পে সেগুলো কিওর বা শুকিয়ে নিতে হবে।
চতুর্থ ধাপ: সমাপ্তির স্পর্শ
নকশা করা হয়ে গেলে, নখে একটি টপকোট লাগিয়ে শুকিয়ে নিতে হবে যেন দীর্ঘস্থায়ী হয়।
‘ক্যাট আই নেইল আর্ট’য়ের কিছু অনুপ্রেরণা
এই ধারার বড় আকর্ষণ হল এর বৈচিত্র্যতা। যদি খুব বেশি ‘মিনিমালিস্ট’ বা হালকা নকশা পছন্দ হয় তাহলে সাদামাটা ন্যুড শেইডে সূক্ষ্ম চৌম্বকীয় রেখা ব্যবহার করা যায়।
আবার একটু বেশি নাটকীয়তা পছন্দ হলে একাধিক ‘ম্যাগনেটিক লেয়ার’ ব্যবহার করে ভিন্ন রকম নকশা তৈরি করা সম্ভব।
“ঈদে নখ সজ্জায় এই পদ্ধতি ব্যবহারে জাঁকজমকপূর্ণ ভাব পাওয়া যাবে” মন্তব্য করেন ‘নেইলস ক্রাফট বাই নাজনিন’য়ের কর্ণধার নাজনিন আহমেদ।
তিনি জানান, চাইলে কাজটা পার্লারে গিয়েও করা যায়। এক্ষেত্রে ‘এক্সটেনশন ক্যাটস আই আর্ট’ করতে চাইলে পার্লারে খরচ পড়বে ৫ হাজার টাকা। আর স্বাভাবিক নখে করলে ৩ হাজার ৫শ’ টাকার মধ্যেই করা যাবে।
ভিন্ন ভিন্ন রংয়ে ভিন্ন ভিন্ন অনুভব ফুটিয়ে তোলা সম্ভব।
গ্যালাকটিক ব্লু
এই গাঢ় নীল শেইডটি দেখতে অনেকটা রাতের আকাশের মতো দেখতে লাগে। কয়েকটি স্তরে ক্যাট আই প্রক্রিয়া প্রয়োগ করার মাধ্যমে তৈরি হয়।
গ্লিমারিং গ্রিন
এই নেইল আর্টটি একটি উজ্জ্বল সবুজ শেইড। এই নকশা আলোর সামনে আসলে খুব ঝলমলে একটা ভাব পাওয়া যায়। এই সবুজ শেইডের ওপরে ক্যাট আই পলিশ ব্যবহার করা হয়।
স্যাফায়ার টিপস
এটি একটি বিশেষ ডিজাইন, যাতে চুম্বকটি একেবারে নখের প্রান্তে রাখা হয় এবং নকশার জন্য ধাতব কণিকাগুলো বা ‘আর্ট মেটেরিয়াল থ্রি ডি’ স্টাইলে নখের প্রান্তেই রাখা হয় যেন এটি অনেকটা দেখতে ফ্রেঞ্চ ম্যানিকিউরের ভাব দেয়।
জেলি ফ্রেঞ্চ
ফ্রেঞ্চ ম্যানিকিউরের সাদা বা ঘিয়ে রংয়ের নেইল পলিশে নখের প্রান্তে চিকন বর্ডারের মতো দেওয়া হয়। যাতে নখের শেষ অংশটি হাইলাইট বা উজ্জ্বল হয়। তবে এতে ক্যাট আই প্রযুক্তি ব্যবহার করে বাড়তি শিমার এবং সৌন্দর্য আনা হয়।
নেগেটিভ স্পেস ডিজাইন
‘নেইল আর্ট’য়ে সব নখে একই নকশা অনেক সময় একঘেঁয়ে মনে হতে পারে। সেক্ষেত্রে এক বা দুইটি আঙ্গুলে নেগেটিভ স্পেসে আলাদা ডিজাইন তৈরি করলে তা আরও ভিন্নতা আনে। এ ধরনের নকশা করতে ‘ক্যাট আই ম্যাগনেটিক পলিশ সেট’ ব্যবহার করা যায়।
ঈদের নখ নকশার স্রোতে ‘ক্যাট আই নেইল আর্ট’ দারুণ বিকল্প হতে পারে।
ছবি সৌজন্যে: নেইলস ক্রাফট বাই নাজনিন।
আরও পড়ুন