ফেডারেশন কাপ
Published : 29 Apr 2025, 07:07 PM
চোটজর্জর দল, ফাইনালে বাকি ১৫ মিনিট খেলতে হবে ১০ জন নিয়ে- এমন পরিস্থিতিতে কোচের স্বস্তিতে থাকার ফুরসত কোথায়? ভ্যালেরি তিতেরও নির্ঘুম রাত কেটেছে। টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপ জয়ের পর বসুন্ধরা কিংস কোচ বললেন ঘুমহীন এক সপ্তাহের কথা।
গত কয়েক বছরে দেশের ফুটবলে একচ্ছত্র আধিপত্য কিংসের। কিন্তু চলতি মৌসুমে দলটি সেভাবে মেলে ধরতে পারছে না নিজেদের। মিগেল ফিগেইরা দামাশেনো, কাজী তারিক রায়হানের মতো নির্ভরযোগ্য খেলোয়াড়ের চোটসহ আরও অনেক সমস্যার কথা তিতে তুলে ধরলেন মঙ্গলবার আবাহনীকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারানোর পর।
“এই জয়ে আমি ভীষণ খুশি। গত সাত দিন আমি ঘুমাইনি। এই ম্যাচের আগে আমি মাত্র এক ঘণ্টা ঘুমিয়েছি। এটা ফাইনাল, আমি কোচ, আমার জন্য এটা সহজ নয়। সবাই শুধু বসুন্ধরা কিংস নিয়ে কথা বলে, কিন্তু তাদের বুঝতে হবে এই বসুন্ধরা কিংস আগের বসুন্ধরা কিংস নয়, অন্য একটা বসুন্ধরা কিংস। আমরা অনেক বাকবদলের মধ্য দিয়ে যাচ্ছি।”
“কঠিন মৌসুমে সাফল্য পাওয়া…এটা আমাদের জন্য ভালো। এর আগে আমরা বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ জিতেছি, এবার ফেডারেশন কাপ জিতলাম। এখন আমাদের লক্ষ্য দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করার। আমি মিগেলকে পাইনি এক মাস, তারিককে পাইনি, সে দারুণ খেলোয়াড়। এটা সহজ ছিল না।”
গত মঙ্গলবার ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে শুরু হয়েছিল ফাইনাল। নানা ঘটনা প্রবাহের পর ১১৫ পর স্থগিত হয়ে যাওয়া সেই ফাইনালের বাকি ১৫ মিনিটের খেলা হলো এদিন। এক সপ্তাহ আগের ম্যাচে ফয়সাল আহমেদ ফাহিমের লাল কার্ড নিয়েও উষ্মা জানালেন কিংস কোচ।
“সেদিন যখন ফাহিমকে লাল কার্ড দেওয়া হলো, তার আগে ফাউল করেছিল ইনসান আলি, আমি হলুদ বা লাল কার্ড নিয়ে কথা বলতে চাই না, কিন্তু কার্ড তো ফাহিমের পাওয়ার কথা ছিল না। তবে ফুটবলে এগুলো হই-ই। এখন এই শিরোপার কারণে আমরা এএফসি কাপে খেলার সুযোগ পেতে পারি।”
১০ জনের দল নিয়ে রক্ষণ জমাট রেখে ১৫ মিনিট কাটিয়ে দেওয়াই প্রথম লক্ষ্য ছিল বলে জানালেন টাইব্রেকারে এমেকা ওগবাহর শট আটকে ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা শ্রাবণ।
“১৫ মিনিটের খেলা বাকি ছিল, ওদের ১১ জনের বিপক্ষে খেলতে হয়েছে আমাদের। তাই আগে থেকেই আমাদের টাইব্রেকার নিয়ে পরিকল্পনা ছিল এবং সেটা বাস্তবায়ন করতে পেরেছি বলে ভালো লাগছে।”
লিগ টেবিলে অবশ্য ভালো অবস্থানে নেই কিংস। শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে ১০ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। ফেডারেশন কাপ জয়ের আনন্দ থাকলেও লিগের মুকুট হাতছাড়া হয়ে যাওয়ার বাস্তবতা মেনে নিচ্ছেন রাকিব। মিগেলের চোটে উইং থেকে স্ট্রাইকার পজিশনে এ মৌসুমে খেলতে বেগ পাওয়ার কথা জানিয়ে এই ফরোয়ার্ড বললেন, তাদের মনোযোগ এখন এএফসির আসরের দিকে।
“আসলে এটা কঠিন ছিল, মিগেল না থাকার কারণে আমি আমার পজিশনে খেলতে পারছিলাম না। আমি তো প্রপার স্টাইকার না, আমি উইঙ্গার। তারপরও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। শেষ দিকে এসে নিজের পজিশনে খেলতে পেরেছি। আমাদের লক্ষ্য ছিল এক সাথে ডিফেন্স করার, এক সাথে আক্রমণে যাওয়ার, সেই পরিকল্পনায় আমরা সফল হয়েছি।”
“এই মৌসুমটা আমাদের কঠিন। স্থানীয় ও বিদেশি খেলোয়াড়রা চোটের কারণে প্রত্যাশিত পারফরম করতে পারেনি। তারপরও আমরা সবাই মিলে চেষ্টা করে সাফল্য পেয়েছি, এটা আমাদের জন্য, ক্লাবের জন্য দরকার ছিল। জিততে পেরেছি। ভালো লাগছে।
লিগ হাতছাড়া হয়ে গেছে, কিন্তু ফেডারেশন কাপ জয়ের সুবাদে আমরা এএফসির আসরে খেলতে পারব, এটা ভালো ব্যাপার আমাদের জন্য।”
ফাইনালে দারুণ পারফরম করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কিংসের মেহেদী হাসান শ্রাবণ। টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার অবশ্য পেয়েছেন রানার্সআপ আবাহনীর মিতুল মারমা।
আর টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন বসুন্ধরা কিংসের তপু বর্মন।