Published : 29 Apr 2025, 07:02 PM
আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
মঙ্গলবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি করেছেন সংস্থার সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ।
মামলার এজাহারে বলা হয়েছে, মোজাম্মেল হক ১০ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ৪২৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন, যা তার ঘোষিত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
এছাড়া, তার নামে থাকা তিনটি ব্যাংক হিসাবে মোট ৮ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ১১৪ টাকার ‘সন্দেহজনক’ লেনদেনের তথ্যও উল্লেখ করা হয়েছে।
তার বিরুদ্ধে মামলা করা হয়েছে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায়।