Published : 04 May 2025, 01:59 PM
সম্পর্কের শুরুর দিকে একে অপরকে জানার চেষ্টা চলে নানান উপায়ে। কখনও গভীর আলাপে, কখনও আবার ছোট ছোট ঘটনার মাধ্যমে।
তবে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কেবল ভালো লাগা বা একসঙ্গে সময় কাটানোই যথেষ্ট নয়। একজন মানুষ সম্পর্কে সত্যিকারভাবে জানতে চাইলে দরকার সুনির্দিষ্ট কিছু প্রশ্ন, যেগুলো নিজেদেরকে জানতে এবং সম্পর্ককে দৃঢ় করতে সাহায্য করে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ইনোভেশন থ্রিসিক্সটি’ নামের মানসিক স্বাস্থ্যকেন্দ্রের পরিচালক এবং ‘স্ট্রাগল ওয়েল, লিভ ওয়েল’ বইয়ের লেখক মনোবিজ্ঞানী ডা. কেভিন গিলিল্যান্ড বলেন, “সম্পর্কে প্রবেশের আগে নিজেকে জানাটা জরুরি। কারণ আপনি কী চান, কীভাবে ভালোবাসা প্রকাশ করেন— এসব না জানলে অন্যকে বোঝা কঠিন।”
প্রথম ধাপ: নিজেকে জানুন
সম্পর্কের আগে নিজেকে বোঝা জরুরি। নিজের অনুভূতি ও আচরণ বিশ্লেষণ করতে হবে।
ডা. গিলিল্যান্ড বলেন, “অস্বস্তিকর অনুভূতিকে অস্বীকার না করে, সেটিকে উপলব্ধি করতে হবে। পরে এ নিয়ে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলে সমাধানে যেতে হবে।”
দ্বিতীয় ধাপ: সঙ্গীর কথায় কী প্রকাশ পায়?
যখন নিজে প্রস্তুত, তখন কিছু বিষয় খেয়াল করতে পারেন যেমন—
এই প্রশ্নগুলো আপনার কাছে তাদের মানসিক পরিপক্বতা ও আত্মসমালোচনার ক্ষমতা প্রকাশ করে।
তৃতীয় ধাপ: সম্পর্কের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কেমন?
চতুর্থ ধাপ: অতীতের প্রেমের সম্পর্ক
আগের সম্পর্ক নিয়ে জানার জন্য এই প্রশ্নগুলো সহায়ক—
ডা. গিলিল্যান্ড বলেন, “কেউ যদি এসব প্রশ্ন এড়িয়ে যায়, তবে সেটা নিয়েও আলাপ করতে হবে। কেন এড়িয়ে যায়, ভবিষ্যতে আলাপ করতে পারবে কিনা।”
পঞ্চম ধাপ: একসঙ্গে সময় কাটানো ও একাকিত্বের চাহিদা
ষষ্ঠ ধাপ: মূল্যবোধ ও বিশ্বাস
মানসিক সুস্থতা, সম্পর্কের জন্য দুই জনের মূল্যবোধের মিল থাকা জরুরি। তবে মতের অমিল থাকলেও পারস্পরিক শ্রদ্ধা থাকলে সম্পর্ক টিকে থাকে।
সপ্তম ধাপ: বিয়ের সিদ্ধান্তের আগে প্রশ্ন
যদি বিয়ের সিদ্ধান্ত নিতে চান, এই প্রশ্নগুলো সাহায্য করবে—
এই প্রশ্নগুলো একবারে জিজ্ঞেস করার দরকার নেই। সময়ের সাথে ধীরে ধীরে আলাপ করাই ভালো।
ডা. গিলিল্যান্ড বলেন, “প্রতিটি প্রশ্ন শুধু একটি উত্তর নয়, বরং একটি নতুন আলাপের দরজা। ভালো সম্পর্ক তৈরি হয় বারবার প্রশ্ন করে, মন খুলে শোনার মধ্য দিয়ে।”
আরও পড়ুন
সম্পর্কের উদ্বেগ: প্রেমের আনন্দে কেনো বাসা বাঁধে ভয়?