Published : 06 Mar 2023, 11:13 AM
শক্ত হয়ে আটকে থাকলেও কয়েকটি পন্থায় সহজেই কাপড় থেকে চুইংগাম তোলা যায়।
শুধু কাপড় নয় জুতা, বালিশের কাভার বা অন্য যে কোনো তন্তুতে লাগালেও চুইংগাম ওঠানো সম্ভব। বিস্তারিত জানানো হল রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে।
সদ্য লাগা চুইংগাম ওঠানোর উপায়
ঘষাঘষি না করা: চুইংগাম নরম ও তাজা হলে, সরাতে স্পঞ্জ বা কাপড় দিয়ে ঘষা উচিত না। বেশি ঘষলে গাম আরও বেশি ছড়িয়ে যাবে। আর তন্তুর গভীরে প্রবেশ করবে।
জমে শক্ত হওয়া চুইংগাম: নরম অবস্থার চেয়ে শক্ত অবস্থায় চুইংগাম তোলা বেশি সহজ। যদি জামা কাপড়ের কয়েক জায়গায় চুইংগাম ছড়িয়ে পড়ে তাহলে কাপড়টা একটা প্লাস্টিকের ব্যাগে ভরে কয়েক ঘন্টা ফ্রিজে বরফের মধ্যে রেখে দিতে হবে।
একটা নির্দিষ্ট জায়গায় চুইংগাম লেগে থাকলে, সেটার ওপর ছোট প্লাস্টিকের ব্যাগে কয়েকটি বরফের টুকরা রেখে শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
শক্ত চুইংগাম ওঠানো
চুইংগাম শক্ত হয়ে আসলে কাপড় থেকে আলতোভাবে টেনে তুলে নিতে হবে। এক্ষেত্রে ভোঁতা ছুরির মাথা বা পুরানো ক্রেডিট কার্ডের সাহায্য নেওয়া যেতে পারে।
সম্পূর্ণ না ওঠা পর্যন্ত এই পদ্ধতি চালিয়ে যেতে হবে।
দাগ দূর করা
চুইংগাম ওঠানোর পর দাগ লেগে থাকে। এটা ওঠাতে এক চা-চামচ তরল ডিশওয়াশিং ও এক চা-চামচ সাদা ভিনিগার মিশিয়ে আলতোভাবে হাতের আঙুল বা পাতলা কাপড় দিয়ে ঘষতে হবে।
পনের মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।
দাগযুক্ত স্থান বিবেচনা করা
পোশাক শুকানোর আগে ভালো মতো দেখে নিতে হবে দাগ আছে কিনা।
দাগ থাকলে সেটা তুলতে আবারও তরল ডিশওয়াশিং ও ভিনিগার মিশিয়ে ধুয়ে নিতে হবে। দাগ সম্পূর্ণ না ওঠা পর্যন্ত এতে কোনোভাবেই তাপ প্রয়োগ করা যাবে না।
চুইংগামের শুকনা দাগ ওঠানোর আরও উপায়
আঙ্গুলের ডগা বা তুলার বলের সাহায্যে পেট্রোলিয়াম জেলি চুইংগামের দাগের ওপর আলতোভাবে ঘষে নিতে হবে।
চিটচিটে দাগের জায়গা এতে আগলা হয়ে আসবে। তখন আঠা তুলতে ছুরির ধারহীন অংশ বা ক্রেডিট কার্ডের কোণা ব্যবহার করা যায়।
আঠার দাগ সরানো
পেট্রোলিয়াম জেলি কাপড়ের ওপরে চিটচিটেভাব ফেলবে। তাই কড়া কাপড় ধোয়ার গুঁড়া সাবান বা কাপড়ের দাগ তুলতে সহায়তা করে এমন উপাদান দিয়ে দাগ দূর করতে হবে।
নরম ব্রিসলের একটা ব্রাশে করে ডিটারজেন্ট নিয়ে তা দিয়ে কাপড়ের দাগের অংশে মাখাতে হবে। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে স্বাভাবিকভাবে ধুয়ে ফেলতে হবে।
সম্পূর্ণ দাগ উঠেছে কিনা তা শুকানোর আগেই দেখে নিতে হবে, প্রয়োজনে একই পদ্ধতিতে আবার ধুয়ে নিতে হবে।
আরও কিছু পন্থা
জুতার কাপড়ে চুইংগাম লাগলে এর ওপরে প্লাস্টিকে ভলে ফ্রিজে বরফের ভেতর রেখে দিতে হবে। তারপর তরল ডিশওয়াশিং ও ভিনিগার মিশিয়ে দাগের ওপর ঘষতে হবে।
তারপর ভেজা কাপড় সাবান পানিতে ভিজিয়ে মুছে নিতে হবে।
জুতার সোল বা তলিতে চুইংগাম লেগে গেলে প্রথমে পেট্রোলিয়াম জেলি দিয়ে আলগা করে নিয়ে ঘষে তুলে ফেলা যায়।
আরও পড়ুন