জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
Published : 27 Jul 2024, 12:33 PM
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে আত্মবিকাশের প্রকল্পগুলো একের থেকে বেশি উপায়ে পুরস্কৃত করবে। যদি একটু বাড়তি উপার্জনের উপায় খুঁজেন তবে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলোতে বিনিয়োগ করুন। সপ্তাহের মাঝদিকে অনেক বেশি আত্মীয় স্বজনের সাথে বিনোদন সপ্তাহের ছুটির মেজাজ নষ্ট করে দিতে পারে। তবে উৎসাহিত হোন কারণ সম্ভবত দীর্ঘদিন দেখা হয় নাই এমন আত্মীয়ের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। সপ্তাহের শেষদিকে নিজের নিজের ও পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে এ সময় কাজে লাগান।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে ব্যয় বৃদ্ধি পেতে পারে যা নিয়ন্ত্রণ করা দরকার। ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। মানুষ সামনেই প্রশংসা করবে। দৃঢ় সংকল্পতা ও দক্ষতা লক্ষণীয় হভে। সপ্তাহের মাঝদিকে আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লভ্যাংশ প্রদান করবে। পরিচিত মানুষের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি করবে। সপ্তাহের শেষদিকে রসিক আত্মিয়রা আপনার দুশ্চিন্তা দূর করবে আর কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ দেবে। এরকম আত্মীয় থাকার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে সৃষ্টিশীল ব্যক্তিদের সাফল্যময় সময়। সেহেতু তারা দীর্ঘ প্রতিক্ষিত খ্যাতি বা স্বীকৃতি অর্জন করবেন। খরচ বৃদ্ধি মনকে ভাবিত করে তুলবে। অপব্যয়ী স্বভাব পরিবারে সমালোচিত হবে। সপ্তাহের মাঝদিকে নিজেকে এক প্রাণোচ্ছল নিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন। অপরের ওপর ভর দিয়ে চলার পরিবর্তে নিজের উদ্যোগে সাজিনে নিন জীবন। সপ্তাহের শেষদিকে নির্দিষ্ট জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়াতে আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। এ সময় করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে জ্যেষ্ঠরা কর্মক্ষেত্রে কাজের জন্য মুগ্ধ হতে পারেন। অতীতের সুখ স্মৃতিগুলো আপনাকে ব্যস্ত করে রাখবে। কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনাকে পথ প্রদর্শন করাবে। সপ্তাহের মাঝদিকে যদি কেনাকাটা করতে যান তবে বেশি অপব্যয়ী হওয়া এড়িয়ে চলুন। হাওয়ার প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না। সপ্তাহের শেষ দিকে আপনার হৃদস্পন্দন সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সংগীতে মেতে উঠবে। একটি বিশেষ সময় যেহেতু ভালো স্বাস্থ্য আপনাকে লক্ষণীয় কিছু করতে সক্ষম করবে।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত সফর আপনাকে ইতিবাচক ফল প্রদান করবে। ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে। কর্মক্ষেত্রে সবাই আপনার কথা আন্তরিকভাবে শুনবেন। সপ্তাহের মাঝদিকে যদি কিছু ভালোবাসা ভাগ করেন তবে সঙ্গী আপনার জন্য একটি দেবদূতে পরিণত হবে। বয়স্করা বাড়তি শক্তি কোনো ইতিবাচক কাজে লাগলে শুভ ফল পাবেন। সপ্তাহের শেষদিকে আর্থিক সীমাবদ্ধতা এড়াতে বাজেটের মধ্যে আটকে থাকুন। খরচ যাতে বেশি না হয় সে চেষ্টা করুন। আহারের ওপর সংযম রাখুন।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে রাজনৈতিক কোনো ঘটনায় শারীরিক ক্ষতির সম্ভাবনা আছে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। উচ্চ শিক্ষা ও গবেষণা ক্ষেত্রের শিক্ষার্থীরা শুভ ফল পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনাকে ঘিরে জটিলতা তৈরি হলেও সাফল্য নিশ্চিত হতে পারে। প্রশাসনিক দপ্তরে নিযুক্ত ব্যক্তিদের পদোন্নতির সুযোগ আসতে পারে। সপ্তাহের শেষদিকে হৃদয় ও মনে প্রেম বিরাজ করতে পারে। এমন জায়গাগুলোতে সময় কাটাতে পারেন যেখানে দুর্দান্ত লোকদের সঙ্গে দেখা করার সুযোগ যথেষ্ট। মেইল বক্স আমন্ত্রণ দিয়ে পূর্ণ হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে বুঝতে পারবেন জীবনসঙ্গী আপনার প্রতি আরও যত্নশীল হয়ে উঠেছে। আঘাত এড়ানোর জন্য চলাচলের সময় বিশেষ যত্ন নিন। সপ্তাহের মাঝদিকে সফর করা নতুন স্থান দেখাবে আর গুরুত্বপূর্ণ মানুষের সাথে সাক্ষাৎ করাবে। ভ্রমণ, ভোজ ও আনন্দ আপনাকে ভালো মেজাজে রাখবে। সপ্তাহের শেষদিকে ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন সাহস বাড়িয়ে তুলবে। কর্মক্ষেত্রে জিনিসগুলো আপনার পক্ষে থাকবে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে বিষাদ ঝেড়ে ফেলে দিন যা আপনাকে জড়িয়ে রেখেছে। আর উন্নতি ব্যহত করছে। বিয়ে একটি আশির্বাদ আর এই সময়ে সেটা অনুভব করবেন। বিবেচকের মতো বিনিয়োগ করুন। ব্যবসায় আশাতীত লাভ অর্জন করবেন। সপ্তাহের মাঝদিকে তুচ্ছ বিষয়গুলো নিয়ে ভুল ধারণা থাকতে পারে যা সহজে এড়ানো যায়। ছোটখাট দুর্ঘটনা থেকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সপ্তাহের শেষদিকে এমন একটি সময় যখন রোমান্টিক ভ্রমণে যেতে পারেন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে সঙ্গী প্রেম ও রোমান্সের আলাদা একটি জগতে আপনাকে রাজত্ব করাতে পারে। উচিত হবে মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি ও হতাশা এড়িয়ে চলা। সপ্তাহের মাঝদিকে বিশ্ব ধ্বংস হতে পারে তবে জীবনসঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে পারবেন না। ব্যবসায়ে এমন কিছু আশা করছেন যা বাস্তবায়িত হতে পারে। সপ্তাহের শেষদিকে রাস্তায় চলার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়। বিশেষ করে লাল সিগনালগুলোতে।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে দৈনিক সূচি থেকে বিরতি নিন আর বন্ধুদের সাথে বেড়াতে যান। প্রেমের সম্ভাবনা আছে তবে অহেতুক অনুভূতির বিস্ফোরণ ঘটিয়ে সম্পর্ক যাতে নষ্ট করতে না পারে সেদিকে লক্ষ রাখা উচিত। সপ্তাহের মাঝদিকে যদি স্বাস্থ্যের যত্ন না নেন তবে চাপ অনুভব করবেন। প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিন। সপ্তাহের শেষদিকে ব্যবসায়িক দিক থেকে নির্দেশিত সমস্যাগুলো মোকাবিলার প্রচেষ্টা সহকর্মীদের কাছ থেকে প্রশংসা এনে দেবে। স্বামী স্ত্রীর কিছু সুপরিচিত জিনিসের সাথে নিজেদের কিশোর সময়ের কথা স্মরণ করবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে আত্মীয়রা আপনার কাছে আরও মনোযোগ চাইবে। উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত। বন্ধুদের মাধ্যম্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারেন। সপ্তাহের মাঝদিকে শিশুরা আপনার সময়টা উজ্জ্বল করে তুলবে। তাদের সঙ্গ মনকে চাঙা করে দেবে। সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে। সপ্তাহের শেষদিকে যদি কোনো ক্ষেত্রে বিতর্কে জড়িয়ে পড়েন তবে রুক্ষ্ম বিবৃতি দেওয়া থেকে বিরত থাকুন। বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকাই শ্রেয়।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে যদি একটু বাড়তি উপার্জনের উপায় খুঁজেন তবে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলোতে বিনিয়োগ করুন। আত্মীয়দের সাথে দেখা করে সামাজিক বাধ্যবাধকতাগুলো পূরণ করতে পারেন। সপ্তাহের মাঝদিকে কোনো পুরানো বন্ধুর সাথে পুনঃমিলন আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে। পরিবারের সাথে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আর এটি করার এখনই উপযুক্ত সময়। সপ্তাহের শেষদিকে ফোনালাপ দীর্ঘ করার জন্য রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন। প্রেমিক/ প্রেমিকার থেকে দূরে থাকা অত্যন্ত কঠিন হবে।
আরও পড়ুন