Published : 06 Apr 2024, 04:37 PM
সাধারণত বিষয়ভিত্তিক নকশার সমন্বয়ে বিভিন্ন উৎসবের পোশাক তৈরি করে এই প্রতিষ্ঠান।
এবার সেটার ব্যাতিক্রম হয়নি।
ঈদ ও বৈশাখের পোশাকে প্রধান বিষয় বেছে নেওয়া হয়েছে মৌলিক চার উপাদান। প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- আগুন, পানি, মাটি ও বাতাস- গ্রিক মিথোলজি মতে এই চার উপাদানে গঠিত হয়েছে বিশ্বব্রহ্মাণ্ড। এসব উপাদানের নানান রূপ-বৈচিত্র্যের বিন্যাস ঘটানো হয়েছে তাদের ঈদের পোশাকে। এছাড়াও পাখির রং, আলপনা ও জ্যামেতিক নকশার সামগ্রী তৈরি করা হয়েছে এবারের ঈদে।
গরমের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের সুতি, স্লাব কটন, জ্যাকার্ড কটন, লিনেন, হাফ সিল্ক, জর্জেট, ভিসকস, বারফি কাপড় দিয়ে পোশাকগুলো করা হয়েছে। প্রধান রং হিসেবে বেছে নেওয়া হয়েছে মেরুন, নীল, ফিরোজা, আকাশি, বাদামি, লাল, লাইট অরেঞ্জ, কফি, ও গাঢ় সবুজ।
আধুনিক ও ঐতিহ্যগত কাট ও সুইং ছাড়াও নকশার মাধ্যম হিসেবে ব্যবহার হয়েছে স্ক্রিনপ্রিন্ট, ব্লকপ্রিন্ট, হাতের কাজ, এমব্রয়ডারি ও কারচুপি।
বৈশাখের পোশাকে রং হিসেবে বেছে নেওয়া হয়েছে লাল, মেরুন, অফ-হোয়াইট কমলা, নীল ও বাদামি।
সংগ্রহশালায় রয়েছে শাড়ি, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রি-পিস, টিউনিক, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পায়জামা। ছোটদের জন্যে রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফ্রক, ড্রেস, স্কার্ট।
এছাড়া দুই উৎসবে পরতে পারবে এমনভাবে তৈরি করা হয়েছে পরিবারের সবার জন্যে একই ধরনের মিল-করা পোশাক।
আরও রয়েছে নানান অনুসঙ্গ। যেমন- গয়না, মেয়েদের ব্যাগ, পার্স, লেডিস জুতা, মানিব্যাগ, বেড কাভার, পিলো কাভার, টেবিলম্যাট, ফ্লোরম্যাট, শো-পিস, জুট আইটেম। উপহার সামগ্রী হিসাবে রয়েছে নানান ধরনের ব্যাগ ও মগ।
প্রতিষ্ঠান সকল বিক্রয়কেন্দ্র ছাড়াও তাদের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজ থেকেও এসব পোশাক সংগ্রহ করা যাবে।