Published : 09 Apr 2024, 01:19 PM
উৎসবে সুন্দর দেখাতে শুধু ত্বক নয় চুলেরও যত্ন প্রয়োজন।
তাই চুলের সৌন্দর্য্য রক্ষায় প্রথমেই এর আকার বা আকৃতি যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ সুন্দরভাবে চুল কেটে বা ছেঁটে নিতে হবে।
এই পরামর্শ দিয়ে রেড বিউটি স্যালন’য়ের কর্ণধার ও রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন আরও বলেন, “স্বাস্থ্যোজ্জ্বল দেখাতে চুলে তেল মালিশ করা আবশ্যক।”
বড়, ছোট, কোঁকড়া বা সমতল যে ধরনেরই হোক না কেনো, সৌন্দর্য্য অনেকটাই নির্ভর করে চুল কতটা মসৃণ ও প্রাণবন্ত- সেটার ওপর।
তাই প্রথমে রুক্ষ চুলের শুষ্কতা কমাতে পদক্ষেপ নিতে হবে।
চুলের ঝটপট যত্নে আফরোজা পারভীন একটা ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহারের পরামর্শ দেন।
উপকরণ
টক দই ও অ্যালো ভেরা।
পদ্ধতি
টক দই ও অ্যালো ভেরা মিশিয়ে ঘন প্যাক তৈরি করে নিতে হবে।
প্রথমে চুলে হালকা গরম তেল মালিশ করে প্যাকটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত মেখে ১৫ থেকে ২০ মিনিট পর শ্যাম্পু করে নিতে হবে।
এই প্যাক চুলের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি চকচকে-ভাব আনে। আর মাথার ত্বক পরিষ্কার করতেও চমৎকার কাজ করে।
ছবি সৌজন্যে: বিশ্বরঙ।
আরও পড়ুন