এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৩৫ জনে।
Published : 10 Feb 2024, 04:07 PM
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৭৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; এসময়ে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১০৫১ জন ঢাকার এবং ১৬৯৭ জন ঢাকার বাইরের। আর মারা যাওয়াদের মধ্যে ঢাকায় ৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৩৩৫ জনে। তাদের মধ্যে ৭৯ হাজার ২৭০ জন ঢাকার বাইরের, ৬৬ হাজার ৬৫ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৬ জনে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১০ হাজার ১৯৮ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৪৪১১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৫৭৮৭ জন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)