ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু

নভেম্বরের ১৭ দিনে প্রাণ গেছে ১৯১ জনের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2023, 01:36 PM
Updated : 17 Nov 2023, 01:36 PM

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে; এ সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫৬ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৮ জনের; বাকিদের মৃত্যু ঢাকার বাইরে। 

এ বছর সব মিলিয়ে ১৫৩৯ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। তাদের ৮৯৮ জন ঢাকায় এবং ৬৪১ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।

শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ২০৬ জন ঢাকা মহানগরে এবং ৭৫০ জন দেশের অন্যান্য শহরের হাসপাতালে ভর্তি হয়েছে। 

নতুন রোগীদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৫০ জন। তাদের মধ্যে ১ লাখ ৫ হাজার ৮৪ জন ঢাকার এবং ১ লাখ ৯৩ হাজার ৯৬৬ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার। 

শুক্রবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ২৪৫ জনের চিকিৎসা চলছিল। তাদের ১৩৪৫ জন ঢাকায় এবং ৩৯০০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে সেবা নিচ্ছিলেন।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন হাসপাতালে ভর্তি হয়। ১৭ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮৭৫ জন রোগী।

মাসওয়ারি মৃত্যু হয়েছে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন এবং অক্টোবরে ৩৫৯ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ১৭ দিনে মৃত্যু হয়েছে ১৯১ জনের।