বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৬৯ জন রোগী ভর্তি আছেন।
Published : 11 Feb 2024, 05:22 PM
বাংলাদেশে গত একদিনে এইডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৮২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে মৃত্যু হয়েছে ১২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ঢাকায় ১০০৫ জন, এর প্রায় দ্বিগুণ ১৮১৮ জন ঢাকার বাইরের। মারা যাওয়া ১২ জনের মধ্যে ঢাকায় ৪ জন এবং ঢাকার বাইরের ৮ জন।
এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ১৩৪ জনে। তাদের মধ্যে ৭১ হাজার ৬৪৫ জন ঢাকার বাইরের, ৬১ হাজার ৪৮৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৬ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৬৮ জন এবং ঢাকার বাইরে ১৭৮ জন। হাসপাতালে ভর্তি রোগী এবং মৃত্যুর এই সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।
বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৬৯ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৪০৫২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৫০১৭ জন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)