এ বছর রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৩ হাজার ৭০৬ জনে।
Published : 03 Dec 2023, 04:50 PM
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪২ জন রোগী। এ সময়ে মশাবাহিত এ রোগে মৃত্যু হয়েছে ৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত সারাদেশে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৫৮৬ জন, ঢাকায় ভর্তি হয়েছে ১৫৬ জন রোগী।
সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৩ হাজার ৭০৬ জনে।
এ বছর মোট ভর্তি রোগীর বেশিরভাগ ঢাকার বাইরের বিভিন্ন জেলার, ২ লাখ ৫ হাজার ৪৩৭ জন। ঢাকায় ভর্তি হয়েছে ১ লাখ ৮ হাজার ২৬৯ জন।
গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় দুজন, ঢাকার বাইরে একজন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬৩২ জনের মৃত্যু হল। মৃতদের মধ্যে ঢাকায় ৯৪৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৬৮৮ জন মারা গেছে।
রোববার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ২ হাজার ৯৭০ জন রোগী। তাদের মধ্যে ৮৫৫ জন ঢাকায় এবং ২ হাজার ১১৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন, নভেম্বর মাসে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে। ডিসেম্বরের প্রথম তিনদিনে ভর্তি রোগীর সংখ্যা ১৮১৫ জন।।
জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়। ডিসেম্বরের প্রথম তিন দিনে মৃত্যু হয়েছে ১০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।