এ বছর সব মিলিয়ে ১৪৩২ জনের মৃত্যু হল ডেঙ্গুতে।
Published : 08 Nov 2023, 06:07 PM
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯১২ জন; এইডিস মশাবাহিত এই রোগে মৃত্যু হয়েছে আরও ৭ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৩৫৯ জন ঢাকা মহানগরে এবং ১৫৫৩ জন দেশের অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন রোগীদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৫০৫ জন। তাদের মধ্যে ১ লাখ ২ হাজার ৩২০ জন ঢাকার এবং ১ লাখ ৮৩ হাজার ১৮৫ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।
গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় ৬ জন এবং ঢাকার বাইরে ১ জন।
এ বছর সব মিলিয়ে যে ১৪৩২ জন মারা গেছেন, তাদের ৮৫০ জন ঢাকায়, ৫৮২ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।
বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬ হাজার ৪১৩ জন ডেঙ্গু রোগী। তাদের ১৬৭৫ জন ঢাকায় এবং ৪৭৩৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুন মাসে পাঁচ হাজার ৯৫৬ জন, জুলাই মাসে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্ট মাসে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বর মাসে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ৮ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৩৩০ জন রোগী।
জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুন মাসে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বর মাসে ৩৯৬ জন এবং অক্টোবর মাসে ৩৫৯ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। নভেম্বরের প্রথম ৮ দিনে মৃত্যু হয়েছে ৮৪ জনের।