অনুপম বলেছেন, রবি ঠাকুরের ‘লুক’টি তৈরি করতে রূপটান শিল্পীর প্রায় দু মাসের মত সময় লাগে।
Published : 25 Jul 2023, 02:06 PM
রবীন্দ্রনাথ ঠাকুরের বেশে হিন্দি সিনেমার অভিনেতা অনুপম খেরের ছবি আসতে, আনেকেই চমকে উঠে বলেছিলেন এ যেন হুবহু রবিঠাকুর! তবে বিরক্তি প্রকাশ করেছিলেন কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। স্বতিকার ‘বিরাগ’ হওয়ার সেই খবরে ‘বিস্ময়’ প্রকাশ করে অনুপম বলেছেন, “কে তিনি? উনি কি রবীন্দ্রনাথের মুখপাত্র নাকি?”
চলচ্চিত্র ক্যারিয়ারে ৫৩৮তম কাজটি অনুপম খেরের জন্য বিশেষ। কারণ এই সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে পর্দায় আসছেন বলিউডের বর্ষীয়ান এই অভিনেতা।
কপালে গভীর দাগ, লম্বা সাদা চুল দাড়ি এবং বর্ণহীণ আলখাল্লা পরা বৃদ্ধ রবীন্দ্রনাথে বেশে অনুপমের ওই ‘লুক’ প্রকাশের পর টুইটে স্বস্তিকা লিখেছিলেন, “কেউ রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন না। ওই মানুষটিকে একা ছেড়ে দিন।”
কবিগুরুর বেশে অনুপম, যা বললেন স্বস্তিকা
No one should play Robi Thakur.
— Swastika Mukherjee (@swastika24) July 9, 2023
Leave the man alone.
পিংকভিলা বলছে, স্বস্তিকার সেই কথা কানে যেতে রীতিমত বিস্মিত অনুপম। তিনি বলেই বলেন, “কে উনি বলেন তো? ভদ্রমহিলা কি রবি ঠাকুরের মুখপাত্র?”
অনুপম বলেন, “আমার টিমের লোকজন যখন বাঙালি ওই অভিনেত্রীর ক্ষোভের কথা আমাকে জানাল, আমি বললাম, ওসব কানে তোলার দরকার নেই। অনেক প্রশংসা এসেছে ‘লুক’ নিয়ে, তোমরা সেগুলোয় মন দাও।“
অনুপমের মতে পৃথিবীতে এমন কেউ নেই যে সমালোচিত হন না। আর সমালোচনা নিয়েই তিনি এতকাল বেঁচে আছেন।
তিনি জানান, তার রবিঠাকুরের লুকটি ‘ভাইরাল’ করতে পুরো টিম কাজ করেছে।ছবি প্রকাশের পর প্রতি সেকেন্ডে কোনো না কোনো মন্তব্য এসেছে। এখন যদি সারাদিন কে কি বললো, তা নিয়েই তিনি এবং টিম মেতে থাকেন, তাহলে অন্য সব কাজই পণ্ড হয় বলে পিংকভিলাকে জানান এই অভিনেতা্।
অনুপম বলেছেন, তার এই লুকটি তৈরি করতে রূপটান শিল্পীর প্রায় দু মাসের মত সময় লাগে। আর বিশ্বকবির অভিব্যক্তিটি মেকআপে ঠিকঠাক ফুটিয়ে তুলতে লাগে আরও এক মাস।
সময়ের এই ফিরিস্তি দিয়ে অনুপম বলেন, “কে কী বললেন, তা নিয়ে মাথা ঘামালে চলে?”
গত মার্চে শান্তিনিকেতনে গিয়েছিলেন অনুপম। সে সময় শান্তিনিকেতন ঘুরে দেখার ছবি ও নানান মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অনুপম। সেই ছবি-ভিডিওতে বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের সঙ্গে তাকে রবীন্দ্রসংগীত গাইতে দেখা যায়। অনুপমের রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করার খবরে তার সেই সফরের কারণও স্পষ্ট হয়।