স্বস্তিকাকে ভক্তদের কেউ কেউ ‘সহমত’ জানালেও অনেকেই কটাক্ষ করেছেন।
Published : 12 Jul 2023, 10:05 PM
কবিগুরুর বেশে দেখা দিয়ে সমালোচনার ঝড় তুললেন অভিনেতা অনুপম খের। কলকাতার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও সমালোচকের তালিকায় রয়েছেন।
শুক্রবার ইনস্টাগ্রামে একটি ছবির সাথে রবীন্দ্রনাথ হয়ে পর্দায় আসার ঘোষণা দিয়েছিলেন অনুপম।
ছবিতে কপালে গভীর দাগ পড়া, লম্বা সাদা চুল দাড়ি এবং বর্ণহীণ আলখাল্লা পরা এক বৃদ্ধকে দেখা গেছে। আর তাতেই বোঝা য়ায়, তিনি আর কেউ নন, রবীন্দ্রনাথ ঠাকুর।
ছবির ক্যাপশনে অনুপম খের লেখেন, “আমার ৫৩৮তম কাজে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে চিত্রিত করতে চলেছি। আমি আনন্দিত। যথাসময়ে বিস্তারিত জানাব।”
অভিনেতার এই ছবিতে নানা ধরনের মন্তব্য এসেছে। সোমবার অনুপমের নাম না করে রবীন্দ্রনাথ সাজা নিয়ে স্বস্তিকা আপত্তি জানিয়েছেন বলে হিন্দুস্তান টাইমস বাংলা বলেছে।
বাংলা সিনেমায় ফিরছেন স্বস্তিকা
স্বস্তিকা লিখেছেন, “কেউ রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন না। ওই মানুষটিকে একা ছেড়ে দিন।”
No one should play Robi Thakur.
— Swastika Mukherjee (@swastika24) July 9, 2023
Leave the man alone.
স্বস্তিকার মন্তব্যে ভক্তদের কেউ কেউ ‘সহমত’ জানালেও, অনেকেই কটাক্ষ করেছেন।
কেউ লিখেছেন, “এক্কেবারেই সঠিক কথা, তবে শুনছে কে!”
এক রবীন্দ্রপ্রেমীর দাবি, ‘বাংলা তাকে ভালো করেই জানে, বাকি ভারত তেমনটা জানে না। তাই তার গল্প বলা উচিত এবং সিনেমা একটি ভালো মাধ্যম। তবে সবকিছু নির্ভর করে তার জীবনের কোন পর্বটি চিত্রিত হচ্ছে। যদি শান্তিনিকেতনের শেষের দিনগুলো হয় তাহলে সেটা খুব কম বলা হবে।”
আরেকজন স্বস্তিকাকে কটাক্ষ করে লিখেছেন, “এখন আপনার এই চিন্তা ভাবনায় সীমাবদ্ধতা প্রকাশ পাচ্ছে। মতপ্রকাশের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত। এত অসহিষ্ণু হবেন না।”