রবিঠাকুর হয়ে কোন সিনেমায় আসছেন, তা খোলসা করেননি তিনি।
Published : 08 Jul 2023, 11:11 AM
ক্যারিয়ারের ৫৩৮তম কাজটি ‘বিশেষ’ হয়ে ধরা দিয়েছে বলিউড অভিনেতা অনুপম খেরের কাছে। আর সেই কাজটি কী, তা জানাতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তিনি।
ছবিটি কপালে গভীর দাগ পড়া, লম্বা সাদা চুল দাড়ি এবং বর্ণহীণ আলখাল্লা পরা এক বৃদ্ধের। আর তাতে বোঝা য়ায় আর কেউ নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে পর্দায় আসছেন হিন্দি সিনেমার বর্ষীয়ান এই অভিনেতা।
তবে সিনেমার নামধাম, কবে থেকে শুরু হবে, নাকি শুরু হয়েও গেছে বা কার পরিচালনা সে বিষয়ে অনুপম কিছুই জানাননি বলে জানিয়েছে এনডিটিভি।
ছবির ক্যাপশনে অনুপম খের লিখেছেন, “আমার ৫৩৮তম কাজে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে চিত্রিত করতে চলেছি। আমি আনন্দিত। যথাসময়ে বিস্তারিত জানাব।”
অনুপমের এই ছবিতে নানা ধরনের মন্তব্য এসেছে।
এক অনুরাগী ভালোবাসার ইমোজি দিয়ে বলেছেনস, “আমি আপনাকে চিনতেই পারিনি স্যার।…অসাধারণ!
আরও একজন শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “অভিনন্দন, পর্দায় রবীন্দ্রনাথকে দেখার অপেক্ষা শুরু হল।“
গত মার্চে শান্তিনিকেতনে গিয়েছিলেন অনুপম। সে সময় শান্তিনিকেতন ঘুরে দেখার ছবি ও নানান মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অনুপম। সেই ছবি-ভিডিওতে বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের সঙ্গে তাকে রবীন্দ্রসংগীত গাইতে দেখা যায়। অনুপমের রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করার খবরে তার সেই সফরের কারণও স্পষ্ট হল।
৬৮ বছর বয়সী অনুপমের অভিনয় জীবন ৩৯ বছরের। ২৬ বছর বয়সে ‘সারাংশ’ সিনেমায় ৬৫ বছরের বৃদ্ধের চরিত্র করে তাক লাগিয়ে দেওয়া অভিনেতা তিনি। নিজের সম্পর্কে তার মূল্যায়ন হল তিনি প্রথাগত একঘেয়ে অভিনয় থেকে বেরিয়ে আসা এক অভিনেতা। কৌতুকাভিনেতা, বিত্তশালী বাবা বা রাজনীতিক থেকে শুরু করে বহু বিচিত্র চরিত্রে কাজ করা একজন মানুষ।
‘কর্মা’, ‘রাম লক্ষণ, ‘স্পেশাল ২৬’, ‘আ ওয়েডনেস ডে’র মত দারুণ জনপ্রিয় কিছু সিনেমা উপহার দিয়েছেন অনুপম খের। গত বছর মুক্তি পায় বন্ধুত্বের গল্প নিয়ে তার ‘উঁচাই’ সিনেমা।
আগামীতে আসছে অনুপমের ‘মেট্রো ইন ডিনো’ সিনেমা। যা পরিচালনা করছেন অনুরাগ বসু। এছাড়া অক্ষয় রায়ের ‘বিজয় ৬৯’ এবং কঙ্গনা রানাউতের ‘ইর্মাজেন্সি’ সিনেমাতেও পাওয়া যাবে তাকে।