ছবিটি পোস্ট করে তারিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাওন।
Published : 26 Jul 2023, 01:58 PM
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ থেকে উঠে আসা নাটক-সিনেমার দুই শিল্পী তারিন জাহান ও মেহের আফরোজ শাওন। বয়সের কিছুটা ব্যবধান থাকলেও ছেলেবেলার ‘বন্ধু্ত্ব’ এখনও বহমান দুজনের। তারিনের জন্মদিনে দুজনের পুরনো এই ছবিটি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন শাওন।
বুধবার পুরনো এই পোস্টটি ফের শেয়ার করে তারিনকে ট্যাগ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাওন লেখেন, “শুভ জন্মদিন মুরুব্বি তারিন আপু। এভাবেই সবাইকে আদরে রেখো। ভালোবাসা।”
ছবিতে দেখা যায়, তারিন-শাওন দুজনই শিশুশিল্পী হিসেবে বাংলাদেশের প্ল্যাকার্ড ‘হাতে একটি কুচকাওয়াজে অংশ নিচ্ছেন। তারা গিয়েছিলেন তুরস্কে একটি অনুষ্ঠানে অংশ নিতে।
তারিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাওন লিখেছেন, “ছবির লাল সবুজ শাড়ি পরা মিষ্টি মেয়েটা সেই ছোট্টবেলা থেকেই মুরুব্বি মুরুব্বি। আশপাশের সব্বাইকে নানীজানের মত দেখে শুনে রাখতো। তাকে যে কতো জ্বালিয়েছি আমি এক তুরস্ক সফরেই। এই মুরুব্বিপনা তার এখনো যায়নি।
“কার শরীর খারাপ করেছে, কার কি খেতে মন চাইছে, কার সাথে কার মন কষাকষি চলছে। সকল সমস্যার সমাধান এই মানুষটার কাছে আছে। আজ এই লক্ষ্মী মানুষটার জন্মদিন। তারিন আপু শুভ জন্মদিন। তোমার সব স্বপ্ন পূরণ হোক। অনেক ভালো থেকো- ভালোবাসায় থেকো।”
আর ওই ছবিতে নিজের উপস্থিতির প্রসঙ্গ ধরে শাওন লিখেছেন, “সামনে বাংলাদেশের প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা বান্দরটা কে? এটা জানতে চেয়ে লজ্জা দিবেন না।”
লক্ষ্মীপুরের মেয়ে তারিন ১৯৮৫ সালে নতুন কুঁড়িতে প্রথম হয়ে সবার নজর কাড়েন। শিশু শিল্পী হিসেবে অনেক টিভি নাটকেও অভিনয় করেন তিনি।
বড় হলেও অভিনয়ে ছেদ ঘটেনি। টেলিভিশনের নাটকে নিয়মিত অভিনয় করছেন তিনি, কাজ করেছেন টেলিফিল্মেও।