ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখছেন পাঠান সিনেমা, তাও আবার প্রধানমন্ত্রী দপ্তরে বসে! এমন একটি ভিডিও এসেছে সোশাল মিডিয়ায়, তা আবার ছড়িয়েও পড়েছে দ্রুত।
তবে ভারতের সংবাদ মাধ্যমগুলো ভিডিওটি বিশ্লেষণ করে জানিয়েছে, এটা পুরোপুরি ভুয়া একটি ভিডিও। মোদীর অন্য একটি ভিডিও নিয়ে তা সম্পাদনা করে তাতে পাঠান সিনেমা বসিয়ে দেওয়া হয়েছে।
শাহরুখ খানের প্রত্যাবর্তনের সিনেমা পাঠানের মুক্তি আটকাতে যে দলগুলো সরব ছিল, তাদের অনেকগুলোই ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দল। কট্টর হিন্দু সংগঠনগুলোর বিশেষ আপত্তি ছিল সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকোনের বিকিনির রং। গেরুয়া রঙের সেই বিকিনি হিন্দু ধর্মের জন্য অবমাননাকর বলে তারা দাবি তোলে। শাহরুখ খানকে হত্যার হুমকিও দেওয়া হয়।
সেই সব হুমকি-ধমকি আর সেন্সর বোর্ডের কাঁচির পর বুধবারই মুক্তি পায় পাঠান সিনেমা। আর তার পরই মোদীর ওই ভিডিও ছড়িয়ে পড়ে।
২৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, মোদী তার দপ্তরে বসে টিভিতে পাঠান সিনেমার ট্রেইলার দেখছেন। দেখে তিনি হাততালিও দিচ্ছেন।
টুইটারে ভিডিওটি পোস্ট করা হয়েছে গত ১৮ জানুয়ারি; তার এক সপ্তাহ আগে পাঠানে ট্রেইলার প্রকাশ পেয়েছিল।
এনডিটিভি জানিয়ে, ভিডিওটি টুইটারে ৪৬ হাজার বারের বেশি দেখা হয়েছে, ১০০ বার রিটুইটও হয়েছে।
প্রকৃত ভিডিওটি আসলে ২০১৯ সালের বলে এনডিটিভি জানায়। ওই দিন মোদী তার কার্যালয়ে বসে টিভির পর্দায় ভারতের চন্দ্রায়ন-২ এর চন্দ্রযাত্রা দেখছিলেন। স্পেশ সেন্টার থেকে রকেটের যাত্রা শুরুর পর মোদী হাততালিও দেন।
ওই ভিডিওতে টিভির পর্দায় চন্দ্রাভিযানের দৃশ্য সরিয়ে সেখানে পাঠানের ট্রেইলার জুড়ে দেওয়া হয়েছে।
অনেক দর্শকই এই ফাঁকিবাজি ধরে ফেলেন। এমন ভুয়া ভিডিও প্রচার বন্ধে ভারত সরকারের উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন কেউ কেউ।
রেকর্ড গড়ল পাঠান
মুক্তির আগেই ‘বেশরম রঙ’ গানসহ নানা কারণে আলোচিত পাঠান নতুন এক রেকর্ড গড়েছে।
এনডিটিভি জানিয়েছে, কোনো হিন্দি সিনেমার সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার ক্ষেত্রে রেকর্ড গড়েছে শাহরুখ খানের সিনেমাটি।
এটি সারা বিশ্বে ৮ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর মধ্যে বিদেশের প্রেক্ষাগৃহ আড়াই হাজার। সিনেমাটি মুক্তি পেয়েছে ১০০টি দেশে।
এনডিটিভি আরও জানায়, ভারতে পাঠান নিয়ে দর্শকদের উন্মাদনা ও টিকেটের চাহিদা দেখে পর্দার সংখ্যা বাড়াতে বাধ্য হয়েছে হয়েছে হল মালিকরা।
প্রথম প্রদর্শনীর পরে ভারতে আরও ৩০০টি নতুন পর্দা যুক্ত হয়েছে ইয়াশ রাজ ফিল্মস প্রযোজিত এই স্পাই থ্রিলারের জন্য।
কলকাতার দৈনিক আনন্দবাজার জানিয়েছে, শাহরুখ ভক্তরা বুধবার সিনেমা মুক্তির দিনকে ‘পাঠান ডে’ বলে ঘোষণা দেন। শীতের মাঝেই সকাল ৬টা থেকে প্রেক্ষাগৃহের বাইরে লম্বা লাইনে দাঁড়িয়ে ছিল ভক্তকুল। ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষকে।
বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ বলেছেন, এখনই সব হিন্দি সিনেমার পর্দার সংখ্যাকে ছাড়িয়ে গেছে পাঠান। ভারতে সংখ্যাটি ৫৫০০ ছাড়িয়েছে।
এনডিটিভি জানিয়েছে, সিনেমাটি মুক্তির আগেই সাড়ে পাঁচ লাখ টিকেট বিক্রি করেছে।
তবে এক্ষেত্রে বাহুবলীর রেকর্ড ভাঙতে পারেনি পাঠান।
তরণ আদর্শ বলছেন, বলিউডে এ পর্যন্ত প্রথম দিনে শীর্ষ টিকেট বিক্রির রেকর্ড ছিল হৃত্বিক রোশান ও টাইগার শ্রফের ‘ওয়ার’ সিনেমার।
বুধবার মুক্তির দিনের জন্য পাঠানের টিকেট বিক্রি হয়েছে ৪ লাখ ২৯ হাজার। যেখানে ‘ওয়ার’ সিনেমার টিকেট প্রথম দিন বিক্রি হয় ৪ লাখ ১০ হাজার। তবে উদ্বোধনী দিনে সাড়ে ৬ লাখ টিকেট বিক্রির রেকর্ড এখনও প্রভাসের ‘বাহুবলীর’ দখলে।
সিনেমা ব্যবসায়ীদের ধারণা, বক্স অফিসে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে পাঠান, তাতে মুক্তির পর বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপির ব্যব্সা করতে এই সিনেমার সময় লাগবে সপ্তাহ খানেক।
বড় পর্দা ছাড়াও ওটিটিতে মুক্তি পাবে পাঠান। আগামী এপ্রিলে ‘অ্যামাজান প্রাইম ভিডিও’তে দেখা যাবে সিনেমাটি।