দীপিকার গেরুয়া বিকিনিতে আপত্তি ভারতের সেন্সর বোর্ডের

দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের বিকিনি নিয়ে হুমকি দিয়ে আসছে কট্টর হিন্দু সংগঠনগুলো।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2022, 04:03 PM
Updated : 29 Dec 2022, 04:03 PM

পাঠান সিনেমার প্রথম গান মুক্তির পর থেকে দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের বিকিনি নিয়ে হুমকি দিয়ে আসছে কট্টর হিন্দুরা; এবার ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ডও তুলেছে আপত্তি।

সেন্সর বোর্ড শাহরুখ খান-দীপিকার এই সিনেমার কিছুটা কাঁটছাঁট করতে বলেছে বলে এনডিটিভি জানিয়েছে।

কয়েক বছর বিরতি ভেঙে পাঠান দিয়ে বড় পর্দায় আসছেন ‘বলিউড কিং’ শাহরুখ। নতুন বছরের জানুয়ারিতে সিনেমাটি মুক্তি দেওয়ার দিনক্ষণও ঠিক হয়েছে।

তার আগে এই মাসে সিনেমার গান বেশরম রঙ ইউটিউবে মুক্তির পর থেকে কট্টর হিন্দুরা নানা হুমকি দিচ্ছে। সিনেমা মুক্তি আটকে দেওয়ার পাশাপাশি শাহরুখকে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে।

এরমধ্যেই চলচ্চিত্র সেন্সর বোর্ডও জানাল আপত্তি, যাদের ছাড়পত্র না পেলে ভারতে সিনেমাটি মুক্তি দেওয়া যাবে না।

Also Read: দীপিকার পোশাকে আপত্তি, ‘পাঠান’ বন্ধের দাবি মধ্যপ্রদেশে

Also Read: এবার শাহরুখ খানকে পুড়িয়ে মারার হুমকি

Also Read: পাঠান ঝড়: শাহরুখের ‘শ্রাদ্ধ’ সারলেন অযোধ্যার সাধু

দি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) চেয়ারপারসন প্রসুন জোশি বলেছেন, পাঠানে কিছু পরিবর্তন আনতে হবে, বিশেষ করে গানে। কাটছাঁটের পর একটি কপি জমা দিতে বলা হয়েছে।

ইয়াশ রাজ ফিল্মসের এই সিনেমাটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ, দীপিকার পাশাপাশি জন আব্রাহামও অভিনয় করেছেন।

কট্টর হিন্দু সংগঠনগুলোর অভিযোগ, দীপিকার বিকিনির রঙ তাদের ধর্মকে হেয় করেছে।

সেন্সর বোর্ডের প্রধান যোশি বিষয়টি খোলসা না করে বলেন, তারা সব সময় অভিব্যক্তি প্রকাশ এবং দর্শক রুচির মধ্যে একটি ভারসাম্য রাখার চেষ্টা করেন।

“এটা মাথায় রাখতে হবে যে আমরা মহান এক সংস্কৃতি ও বিশ্বাসের ধারক। আর এটা আমি আগে থেকে বলে আসছি যে নির্মাতা ও দর্শকদের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক থাকাটা দরকার।”