নতুন সিনেমার নাম নিয়ে যাতে ভুল বোঝাবুঝি তৈরি না হয়, এ জন্য নিচে আরেক লাইনে লিখেছেন, “ফিল্মের নাম নেক্সট নয়।”
Published : 25 Jul 2023, 06:20 PM
মাটির নিচে ‘সুড়ঙ্গ’ কেটে দারুণ জনপ্রিয়তা পাওয়া ঢাকাই সিনেমার নির্মাতা রায়হান রাফী নতুন ভাবনায় ভাসছেন। ভালো কিছু হওয়ার প্রত্যাশা রেখে রাফি বলেছেন, এবার আকাশের মত বড় একটি ক্যানভাসে সিনেমা বানাতে চান তিনি।
ফেইসবুকে আকাশে মেঘের মাঝে উড়ে যাওয়া বিমানের লেজের একটি ছবি পোস্ট করে রাফী লিখেছেন, “এবার আরও বড় ক্যানভাস। আকাশের মতো...নেক্সট ফিল্ম! ইনশা আল্লাহ, দারুণ কিছু হবে।’
আগামী সিনেমার নাম নিয়ে যাতে ভুল বোঝাবুঝি তৈরি না হয়, এজন্য নিচে আরেক লাইনে লিখেছেন, “ফিল্মের নাম নেক্সট নয়।”
তবে সিনেমার গল্প বা শিল্পীদের নাম নিয়ে কোনো তথ্য দেননি তরুণ নির্মাতা।
ছেলেবেলায় ক্রিকেটার হতে চাওয়া রাফী বর্তমানে ‘জমিয়ে’ কাজ করছেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের’ দুনিয়ায়। ২০১৮ সালে রাফী শুরু করে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ দিয়ে। এরপরে গত বছর রাফির ‘পরাণ’ সিনেমা মুক্তি পেলে, সিনেমা হলে দশর্ক ‘খরা’ কাটতে শুরু করে বহুদিন বাদে। একই বছরের শেষে মুক্তিযুদ্ধের পটভূমিতে আনেন ‘দামাল’ সিনেমা।
বড় পর্দার পাশাপাশি ওটিটির জন্য সিরিজও বানিয়েছেন।
রাফির সবশেষ সিনেমা ‘সুড়ঙ্গ’, যা দেশে মুক্তি পেয়েছে কোরবানির ঈদের সময়। এই সিনেমার মধ্য দিয়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর চলচ্চিত্রে অভিষেক করিয়েছেন তিনি।
এছাড়া শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গে ৩১টি হলে ‘সুড়ঙ্গ’ মুক্তি পায়। অস্ট্রেলিয়ায় 'সুড়ঙ্গ' চলছে ১৬টি হলে।
রাফির ‘সুড়ঙ্গ’ দাপট দেখাচ্ছে ঈদ শেষের তৃতীয় সপ্তাহে এসেও। নির্মাতা রাফি জানিয়েছেন, ঈদে ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছিল মোট ২৮টি প্রেক্ষাগৃহে। আর শুক্রবার থেকে দেশের ৫০টি হলে চলছে নিশো-তমার এই সিনেমা
রাফী জানান, আগামী ২৮ জুলাই আমেরিকার হলে হলে পৌঁছে যাবে তার এই সিনেমা। সেখানে চলবে ১০৫ হলে। সব মিলিয়ে আগামী মাস থেকে বিশ্বজুড়ে ২০৫ হলে ‘সুড়ঙ্গ’ দেখতে পাবেন দর্শক।
এছাড়া আগামী ২৮ জুলাই থেকে কলকাতায় শুরু হতে যাওয়া ‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে’ রাফীর তিনটি সিনেমা, ‘পরাণ’, ‘দামাল’ ও ‘সুড়ঙ্গ’ দেখানোর কথা রয়েছে।
ভারতে ‘সুড়ঙ্গ’ টিমের সাথে সৃজিত ও জয়া
বাংলাদেশের চেয়ে ভারতে বেশি প্রেক্ষাগৃহে ‘সুড়ঙ্গ’
‘সুড়ঙ্গ’ টিম টাঙ্গাইলে, জন্মভূমিতে অভিভূত নিশো
‘সুড়ঙ্গ’ যাচ্ছে পশ্চিমবঙ্গে, অপেক্ষা সেন্সরবোর্ডের ছাড়পত্রের
শুটিংয়ে কতটা কাঠখড় পুড়িয়েছে ‘সুড়ঙ্গ’ টিম?
ঈদের সিনেমা: এখনও দাপট দেখাচ্ছে ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’
দামাল: খেলা আর দেশপ্রেমের মিশেলে অনুপ্রেরণা জাগানিয়া এক সিনেমা
হতে চেয়েছিলাম ক্রিকেটার: রায়হান রাফি
যুক্তরাষ্ট্রে মুক্তি পেলো মুক্তিযুদ্ধের সিনেমা ‘দামাল’
রাজ-মিমের ‘বিয়ে’র দাওয়াত দিলেন রায়হান রাফি