মা হয়েছেন মাহিয়া মাহি

ছেলের মা হয়েছেন এই চিত্রনায়িকা, দুজনই সুস্থ আছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2023, 07:22 PM
Updated : 28 March 2023, 07:22 PM

চিত্রনায়িকা মাহিয়া মাহি মা হয়েছেন। নবজাতক ও মা দুজনই সুস্থ আছেন।

ঢাকার ইউনাইটেড হাসপাতালে মঙ্গলবার রাতে একটি ছেলে সন্তানের জন্ম দেন।

হাসপাতালের ডিউটি ম্যানেজার সানাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১০টা ২০ মিনিটে চিত্রনায়িকা মাহিয়া মাহির একটি ছেলে সন্তান হয়েছে। তারা দুজনেই ভালো আছেন।”

তার তিন ঘণ্টা আগে এক ফেইসবুক পোস্টে দোয়া চেয়েছিলেন মাহি।

মাহির স্বামী রকিব সরকার স্ত্রী-সন্তানের সঙ্গে রয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরে মা হচ্ছেন বলে খবর দিয়েছিলেন এই চিত্রনায়িকা।

দুই বছর আগে গাজীপুরের ব্যবসায়ী রকিবকে বিয়ে করেন মাহি। তার কয়েক মাস আগে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি ঘটে।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে রাজশাহীর মেয়ে মাহির। পরবর্তীতে ‘অগ্নি’ ‘কী দারুণ দেখতে, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

রকিবকে বিয়ে করার পর রাজনীতিতে যুক্ত হন মাহি। চাঁপাইনবাবগঞ্জের এতটি আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতেও চেয়েছিলেন, তবে মনোনয়ন পাননি।

সম্প্রতি মাহি আলোচনায় এসেছিলেন গ্রেপ্তার হয়ে। ওমরাহ পালন শেষে ফেরার পর পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার হতে হয়েছিল, তবে কয়েক ঘণ্টার মধ্যে জামিনে ছাড়া পান তিনি।

Also Read: মা হচ্ছেন, খবর দিলেন মাহিয়া মাহি

Also Read: ভোটে? মাহি বললেন, প্রধানমন্ত্রী সুযোগ দিলে

Also Read: জামিন পেলেন মাহিয়া মাহি