২৭ জুলাই ছেলে জয়কে নিয়ে আমেরিকায় লম্বা ছুটি কাটিয়ে দেশে ফেরার পর কলকাতা পাড়ি জমিয়েছেন অপু বিশ্বাস।
Published : 29 Jul 2023, 09:57 PM
কলকাতায় গিয়ে শাকিব খানের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বললেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস।
সাবেক তারকা জুটির সম্পর্ক ফের জোড়া লাগছে, এই মুহূর্তে এমন গুঞ্জনে মুখোরিত চারপাশ।
গত ২৭ জুলাই ছেলে জয়সহ যুক্তরাষ্ট্রে লম্বা ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন তারা। সেখানে থেকে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সোজা কলকাতায় পারি জমিয়েছেন অপু। কারণ নন্দনে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে অপু প্রযোজিত ও অভিনীত সিনেমা ‘লাল শাড়ি’।
কলকাতায় পৌঁছেই আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হন অভিনেত্রী।
প্রথমেই নিজের উচ্ছ্বাসের কথা জানাতে অভিনেত্রী বললেন, ভীষণ ক্লান্ত, তবু কলকাতার মানুষের ভালোবাসার টানেই চলে আসা। কেননা তার সিনেমা ‘লাল শাড়ি’ দেখানো হচ্ছে চলচ্চিত্র উৎসবে।
যুক্তরাষ্ট্র ভ্রমণ কেমন হল জানতে চাইলে অপু বলেন, “গোটাটাই ছেলে জয়ের কথা ভেবে। বাবা-মাকে একসঙ্গে পেয়ে সে তো খুব খুশি। সকালবেলা থেকেই ঘুরতে বেরিয়ে পড়ত। মাঝে মধ্যে একটু বায়না করত। যা দেখছে, তাই কিনবে। তখন একটু শাসন করতে হয় আর কি, বাচ্চা তো!”
শাকিবের সঙ্গে ফের ঘর বাঁধবেন কিনা এই প্রশ্নে অভিনেত্রী বলেন, “আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি। শুভেচ্ছাবার্তাও দিয়েছেন। তাতে আনন্দ হয়েছে। তবে আমরা ব্যক্তিগত জীবনে কী করব, কোনদিকে এগোবে আমাদের ভবিষ্যৎ, এখনই সে বিষয়ে কিছু বলতে চাই না। পরবর্তী সময় যা হবে, তা গোপনই থাক। এখনই জানাতে চাই না।”
২০০৬ সালে এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই বগুড়ার মেয়ে অপু বিশ্বাসের সঙ্গে জুটি গড়ে উঠে শাকিব খানের।
২০০৮ সালে সোহানুর রহমান সোহানের ‘কথা দাও সাথী হবে’ চলচ্চিত্রের শুটিং শেষে অপুকে বিয়ের প্রস্তাব দেন শাকিব। ওই বছরের ১৮ এপ্রিল এক প্রযোজকের উপস্থিতিতে বিয়ে হয় তাদের।
বিয়ের পর তারা টানা আট বছর সংসার করেছেন গোপনে। ২০১৭ সালের ১০ এপ্রিল অপু সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন এবং জানান বিয়ের খবর।
বিয়ের পর অবন্তী বিশ্বাস অপু থেকে ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম খান নাম নেওয়া এই চিত্রনায়িকা বলেছিলেন, শাকিবের কারণেই বিয়ে ও সন্তান হওয়ার খবর চেপে রেখেছিলেন তিনি।
পরে শাকিবও সেই বিয়ের কথা স্বীকার করে জানিয়েছিলেন, ২০০৮ সালে তাদের বিয়ে হয়। তখন গুঞ্জন ছিল, শাকিবের অন্য সম্পর্কের দিকে এগিয়ে যাওয়া দেখে বিয়ে-সন্তানের খবর প্রকাশ করেছিলেন অপু।
এমন নানা আলোচনার মধ্যে ৯ মাসের মাথায় বিচ্ছেদ ঘটে অপু-শাকিবের। তখন থেকেই গুঞ্জন শোনা যায়, বুবলীর প্রেমে মজেছেন শাকিব।
গত বছর চিত্রনায়িকা বুবলী হঠাৎ ফেইসবুক পোস্টে এসে খবর দেন, তিনি শাকিবের সন্তানের মা। তাদের বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাই, আর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান আসে পৃথিবীতে।
এবারও শাকিব অস্বীকার করেননি। সম্প্রতি শাকিব জানান, বুবলীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আর বুবলী বলছেন, তাদের বিচ্ছেদ হয়নি।
এর মধ্যে অপু ও বুবলীর একে অপরকে নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ কথাও বলেছেন, যা আলোচনার খোরাক যুগিয়েছে।
বিদেশ বিভুঁইয়ে একসঙ্গে শাকিব-অপু, কিসের ইঙ্গিত?
সন্তানের জন্য শাকিবের অন্যরকম আবেগ, বললেন 'লাল শাড়ি' দেখতে
অপু-বুবলীর ফেইসবুক পোস্টে কীসের ইঙ্গিত?
তখন বিয়ে না করলে ভালো হত, এখন বলছেন অপু বিশ্বাস
বিয়ে ২০১৮ সালে, সন্তান ২০২০ এ, জানালেন বুবলী