“তখন আমি বুঝতে পারলাম, জীবন খুবই ছোট। গুরুত্বপূর্ণ বিষয় ছেড়ে আমরা কত অবান্তর জিনিস নিয়ে ব্যস্ত থাকি!”
Published : 07 Nov 2023, 10:15 AM
বলিউড ছাড়িয়ে হলিউডে কাজের ক্ষেত্র তৈরি করতে গিয়ে এক সময় পরিবার থেকেও দূরে সরে গিয়েছিলেন ভারতীয় অভিনয় শিল্পী প্রিয়াঙ্কা চোপড়া; কিন্তু বড় একটি ঘটনা তাকে বুঝিয়ে দেয়, শেষ পর্যন্ত পরিবারই সব।
ক্যারিয়ার গড়ার ব্যস্ততার কারণে পরিবারের সঙ্গে দূরত্ব এবং কীভাবে সেই দূরত্ব ঘুচিয়ে পরিবারে ফিরলেন, সেই গল্প প্রিয়াঙ্কা বলেছেন হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে।
এই নায়িকার ভাষ্য, একটা সময় পেশাজীবন ও ব্যক্তি জীবনের মধ্যে সমতা বজায় রাখতে ‘ব্যর্থ’ হয়েছিলেন তিনি।
“অভিনয়ের শুরুর দিকে, তখন আমার বয়স ২০ এর মত হবে, সে সময় কাজে এত জড়িয়ে গিয়েছিলাম, কতবার যে মায়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুলে গেছি। দেশের বাইরে শুটিং পড়ায় দীপাবলিতে বাড়িতে ফিরতে পারিনি। কিন্তু বাবা মারা যাওয়ার পর বুঝি, তার সঙ্গে সময় কাটানোর জন্য আর কোনো দীপাবলি অবিশিষ্ট নেই। “
জীবন সম্পর্কে বোধ কীভাবে বদলে গেল সে প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “বাবা যখন গুরুতর অসুস্থ হলেন, তখন আমি বুঝতে পারলাম, জীবন খুবই ছোট। গুরুত্বপূর্ণ বিষয় ছেড়ে আমরা কত অবান্তর জিনিস নিয়ে ব্যস্ত থাকি! অথচ আমাদের চিন্তা করার মত অনেক বড় জিনিস থাকে।“
২০১৩ সালে ক্যানসারে ভুগে মারা যান প্রিয়াঙ্কার বাবা অশোক চোপড়া। তিনি ভারতীয় সেনাবাহিনীতে চিকিৎসক ছিলেন।
প্রিয়াঙ্কা চোপড়া জানান, বাবার মৃত্যুর পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি।
“বাবার আদরের মেয়ে ছিলাম আমি। আমার হাতে বাবার জন্য ট্যাটুও রয়েছে; যাতে লেখা আছে 'বাবার ছোট্ট মেয়ে'।“
সম্প্রতি, ‘মামি চলচ্চিত্র উৎসবে’ অংশ নিতে ভারতে এসেছিলেন প্রিয়াঙ্কা। আগামীতে নির্মাতা ফারহান আখতার পরিচালিত ‘জি লে জারা’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।