অভিনেত্রী দাবি, সন্তানদের জন্যই পিটের সঙ্গে বিচ্ছেদে গেছেন তিনি।
Published : 23 Aug 2023, 09:44 PM
সম্প্রতি দুই হাতের মধ্যমায় ট্যাটু এঁকেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আর তা নিয়েই নেটিজেনদের নানা কথা। অনেকেই ধরে নিয়েছেন, অভিনেত্রী নিশ্চয়ই প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের জন্য কোনো বার্তা রেখেছেন ট্যাটুতে।
নিউ ইয়র্কের বিখ্যাত ব্যাং ব্যাং ট্যাটু পার্লারের শিল্পী মিস্টার কে জোলির এই ট্যাটুর ডিজাইন করেছেন বলে মারকা ডটকম জানিয়েছে।
মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জোলির দুই হাতের একটি ছবি শেয়ার করেন মিস্টার কে। অভিনেত্রীর ট্যাটু দুটো ঝাপসা করে ছবিটি পোস্ট করেন তিনি।
ক্যাপসনে জোলিকে ট্যাগ করে লেখেন, “এখনও বিশ্বাস করতে পারছি না, যে আমি আসলেই তার হাত ধরেছিলাম, তার হাতে ট্যাটু করিয়েছিলাম। ধারণা করুণ তো, তিনি তার আঙ্গুলে কি এঁকে থাকতে পারে?
নেটিজেনদের একাংশের অনুমান, জোলি নিশ্চয়ই তার প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের স্মরণে ট্যাটু আঁকিয়েছেন।
অন্যদের মতে, অভিনেত্রী আঙ্গুলে তাদের সন্তানদের জন্য কোনো স্মারক চিহ্ণ কিংবা আধ্যাত্মিক কিছু এঁকেছেন।
পিট-জোলি ২০০৪ সাল থেকে প্রেমের পর বিয়ে করেন ২০১৪ সালে। তাদের রয়েছে ছয় সন্তান।
২০১৬ সালে পিটের সঙ্গে বিয়ে বিচ্ছেদের আবেদন করেন জোলি। একটি ব্যক্তিগত জেট বিমানে ঝগড়ার জেরে মূলত সম্পর্কের ভাঙন বিচ্ছেদে গড়ায়।
২০১৯ সালে পিট-জোলি বিয়ে বিচ্ছেদ কার্যকর হলেও তাদের সম্পত্তির ভাগাভাগি এবং অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের অধিকার নিয়ে আইনি লড়াই চলছে।
২০২০ সালে ভোগ ইনডিয়া-কে এক সাক্ষাৎকারে জোলি বলেন, সন্তানদের জন্যই পিটের সঙ্গে বিচ্ছেদে গেছেন তিনি।
সন্তানদের জন্য বন্দী অ্যাঞ্জেলিনা জোলি
ব্র্যাড পিটের বিরুদ্ধে পাল্টা মামলা অ্যাঞ্জেলিনা জোলির
রোহিঙ্গাদের দেখতে অ্যাঞ্জেলিনা জোলি কক্সবাজারে