বিংশ শতাব্দীর অন্যতম সেরা অপেরা শিল্পী মারিয়া ক্যালাসের বায়োপিকে আসছেন এই হলিউড তারকা।
Published : 23 Oct 2022, 06:42 PM
অপেরা শিল্পী মারিয়া ক্যালাস হয়ে আসছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি।
অস্কার পুরস্কারের জন্য মনোনীত নির্মাতা পাবলো লাররাইন হাত দিচ্ছেন বিখ্যাত অপেরা শিল্পী মারিয়ার বায়োপিকে; আর তাতে মারিয়া হিসেবে জোলিকে চূড়ান্ত করেছেন তিনি।সিনেমার নাম ঠিক হয়েছে ‘মারিয়া’। চিত্রনাট্য লিখেছেন পিকি ব্লাইন্ডার্স খ্যাত ব্রিটিশ চিত্রনাট্যকার স্টিভেন নাইট।
বিনোদনভিত্তিক ম্যাগাজিন ভ্যারাইটি জানিয়েছে, আগামী বছরের শুরুতেই শুটিংয়ে নামছেন এই নির্মাতা। ১৯৭০ সালে প্যারিসে আমেরিকান বংশোদ্ভূত সোপ্রানো শিল্পী মারিয়ার শেষ দিনগুলোর দৃষ্টিশক্তির সঙ্গে লড়াইয়ের নানা ঘটনা তুলে আনা হবে সিনেমায়।
মারিয়া ক্যালাসকে বিংশ শতাব্দীর অন্যতম সেরা অপেরা শিল্পী হিসাবে ধরা হয়। শুধু ব্যতিক্রমী কণ্ঠের সুবাদে নয়, ব্যক্তি জীবনের বিভিন্ন ঘটনাতেও আলোচিত ক্যালাস।
যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে জন্ম নেওয়া ক্যালাস ১৩ বছর বয়সে গ্রিসে অপেরা সংগীতের উপর প্রশিক্ষণ নেন। এই গায়িকার গানের ক্যারিয়ার অবশ্য ইতালিতে।
বায়োপিক তৈরিতে ইতোমধ্যেই মুন্সিয়ানার ছাপ রেখেছেন পাবলো লাররাইন। এই চলচ্চিত্রকারের কবি পাবলো নেরুদাকে নির্মিত ‘নেরুদা’ এবং যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জ্যাকুলিন কেনেডি ওনাসিসকে নিয়ে ‘জ্যাকি’ ইতোমধ্যেই প্রশংসিত।
এই পরিচালক এক বিবৃতিতে বলেন, “সিনেমা ও অপেরা দুটিই আমার প্যাশন। এই দুইয়ের যোগাযোগ ঘটাতে পেরে আমি আনন্দিত। আমার অনেকদিনের স্বপ্নের কাজ হতে চলেছে।”
সিনেমায় জোলিকে পেয়ে এই নির্মাতার ভাষ্য তিনি সত্যিকারের ‘উপহার’ পেয়েছেন।
জোলিকে তিনি ‘অত্যন্ত সাহসী’ এবং ‘কৌতূহলী’ শিল্পী বর্ণনা করে পাবলো লাররাইন বলেন, মারিয়া ক্যালাসের উপরে কাজ করতে গিয়ে এই অভিনেত্রীকে পাওয়া একটি ‘দারুণ সুযোগ’ই বটে।
মারিয়া ক্যালাসের চরিত্র ‘সিরিয়াসলি’ নেওয়া জোলি বলেন, “এই চরিত্র আমার অভিনয় জীবনের চ্যালেঞ্জ। তাই মারিয়া হতে যা যা দরকার তাইই করব। আর পাবলো এমন একজন পরিচালক যাকে অনেক অভিনয়শিল্পী সমীহ করেন, আমিও করি। এছাড়া ব্রিটিশ চিত্রনাট্যকার স্টিভেন নাইটের গল্পে কাজ করাও সম্মানের এবং স্বপ্নের।”