রোহিঙ্গা শরণার্থীদের দেখতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে কক্সবাজারে পৌঁছেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি।
Published : 04 Feb 2019, 12:30 PM
তিন দিনের এই সফরে সোমবার সকালে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের এই অভিনেত্রী। এর পরপরই তিনি কক্সবাজারে চলে যান।
সেখানে আশ্রয় কেন্দ্রে থাকা রোহিঙ্গাদের পরিস্থিতি ঘুরে দেখার পর ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমিন এবং সরকারের একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জোলির।
রোহিঙ্গা সঙ্কটের সমাধানে ইউএনএইচসিআর কীভাবে বাংলাদেশ সরকারকে আরও সহযোগিতা করতে পারে, জোলি সেসব বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করবেন।
নিপীড়নের মুখে মিয়ানমার থেকে দেড় ছর আগে পালিয়ে আসা সাত লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে শরণার্থী শিবিরে রয়েছে। তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের জন্য ৯২ কোটি ডলার সাহায্য চেয়ে শিগগিরই একটি জয়েন্ট রেসপন্স প্ল্যান ঘোষণা করা হবে জাতিসংঘের পক্ষ থেকে।
আমেরিকান অভিনয়শিল্পী অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সাল থেকে ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে কাজ করছেন। বাংলাদেশে এটাই তার প্রথম সফর।
তবে ২০১৫ সালের জুলাইয়ে মিয়ানমার এবং ২০০৬ সালে ভারত সফরেও নিপীড়িত রোহিঙ্গাদের সঙ্গে দেখা হয়েছে জোলির।
একাধারে অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি ‘গার্ল ইন্টারাপটেড’র জন্য অস্কার জিতলেও তাকে বাংলাদেশের মানুষ বেশি চেনে ‘লারা ক্রফট: টোম্ব রাইডার’ ও ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার জন্য।