“চারপাশ বদলে যায়, থেমে যায় সময়, মিথ্যা তখন সত্যি হয়, সবার জন্য সব সত্যি, আমার জন্য অভিনয়” আট বছর আগে অভিনেতা চঞ্চল চৌধুরী এই সংলাপ আউড়ে সাড়া তুলেছিলেন ‘আয়নাবাজি’ সিনেমায়। সেই সিনেমা এখন দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’র পর্দায়। ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর প্রথম সিনেমা ‘আয়নাবাজি’। তাতে শরাফত করিম আয়না চরিত্রে অভিনয় করে দারুণ মুগ্ধ করেন চঞ্চল চৌধুরী, পান জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে আরও সাতটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে ‘আয়নাবাজি’। বিশ্বের বিভিন্ন নামি দামি চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়ায় সিনেমাটি। এছাড়া যুক্তরাষ্ট্রের সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা ন্যারেটিভ ফিল্ম হিসেবে বিবেচিত হয় এটি। সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফুর রহমান জর্জ, বৃন্দাবন দাশ, গাউসুল আলম শাওন, জামিল হোসেনসহ আরও অনেকে। সিনেমার কাহিনী লিখেছেন গাউসুল আলম শাওন এবং যৌথভাবে চিত্রনাট্য করেন গাউসুল আলম শাওন ও অনম বিশ্বাস।
Published : 09 Feb 2024, 11:40 AM