তারকা কিংবা সাংসদ বলেই কী মন্দিরের গর্ভগৃহে ঢুকে মায়ের মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তোলার ছাড় পেলেন দেব- প্রশ্ন ভক্তদের।
Published : 11 Aug 2023, 08:52 PM
নতুন সিনেমা ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ মুক্তির মাঝেই তোপের মুখে পড়লেন পশ্চিমবঙ্গের অভিনেতা দীপক অধিকারী দেব। মন্দিরের নিয়ম ভাঙায় নেটিজেনদের চক্ষুশূল হতে হল তাকে।
শুক্রবার মুক্তি পেয়েছে বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় সত্যান্বেষী হয়েছেন দেব, সত্যবতীর ভূমিকায় রুক্মিণী মৈত্র। আর অজিত চরিত্রে অম্বরীশ ভট্টাচার্য।
আনন্দবাজার বলেছে, সিনেমা মুক্তির দিন সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর আশীর্বাদ নিতে গিয়েছিলেন সুপারস্টার। পাশাপাশি শ্রাবণ মাস উপলক্ষে শিব লিঙ্গে জল ঢালতেও দেখা গেছে তাকে।
মন্দির থেকে ঘুরে এসে পূজা দেয়ার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেতা।
ক্যাপশনে লেখেন, ‘সবার ভালো হোক। হর হর ব্যোমকেশ।’
আর তাতেই নেটিজেনদের অনেকে চটেছেন অভিনেতার ওপর।
তাদের অভিযোগ, “সাধারণ মানুষদের যেখানে মোবাইল নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ, সেখানে মন্দিরের গর্ভগৃহে ঢুকে মায়ের মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তোলার ছাড় কীভাবে পেলেন দেব? তারকা কিংবা সাংসদ বলেই সব মাফ?”
এদিকে মন্দির চত্বরে আচমকাই টলিউড সুপারস্টারকে দেখতে পেয়ে ভীড় জমানো দেব ভক্তরা উচ্ছ্বাসে মেতে উঠেন ।
যদিও সিনেমা মুক্তির আগে জোর সমালোচনার মুখে অভিনেতাকে পড়তে হয় বলে আনন্দবাজার জানিয়েছে। নেটিজেনদের অনেকেই ব্যোমকেশ হিসেবে পছন্দ করেননি তাকে।
দেবের পাশাপাশি সত্যবতী হিসেবে রুক্মিণী মৈত্র এবং অজিতের চরিত্রে থাকা অম্বরীশ ভট্টাচার্যও নেটিজেনদের কটাক্ষের শিকার হন।
এদিকে ট্রেইলার প্রকাশের অনুষ্ঠানে দেবকে বলতে শোনা গেছে, তিনি আর ব্যোমকেশ চরিত্রে অভিনয় করবেন না।
অভিনেতার কথায়, “আমার ব্যোমকেশ আসলে একটা সাহস। আমি দেখাতে চেয়েছিলাম, এই গল্পকে কতটা লার্জ স্কেলে দেখানো যেতে পারে। যদি সিনেমাটি ব্যবসা না করে, প্রযোজকরা যদি তাদের টাকা ফেরত না পান, আমরা আবার ব্যোমকেশকে ড্রয়িং রুমে নিয়ে যাব। আমি চাই, আগামীতে যারা ব্যোমকেশ করবেন তারা সাহস পান সিনেমাটিকে বড় স্কেলে শুট করার।”