অথচ ব্যোমকেশ সেজে নেটিজানদের সমালোচনায় পড়েছেন দেব।
Published : 01 Aug 2023, 01:37 AM
‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ মুক্তির আগেই জোর সমালোচনার মুখে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা দীপক অধিকারী দেব। নেটিজেনদের অনেকেই ব্যোমকেশ হিসেবে পছন্দ করছেন না তাকে। অথচ অম্বরীশ ভট্টাচার্যের চোখে উত্তমকুমারের পর দেবই সেরা অভিনেতা।
সম্প্রতি সিনেমার ট্রেইলার প্রকাশের অনুষ্ঠানে ইটিভি ভারতকে দেব প্রসঙ্গে অম্বরীশ বলেন, “অভিনেতা হিসেবে দেবের তুলনায় অনির্বাণের বেশি ভক্ত আমি। তবে ব্যোমকেশে দেবের সঙ্গে কাজ করার পর বলছি, উত্তমকুমারের পর সেরা ব্যোমকেশ দেব।”
চলতি মাসের আগস্টেই মুক্তি পেতে চলেছে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। দেবের পাশাপাশি সত্যবতী হিসেবে রুক্মিণী মৈত্র এবং অজিতের চরিত্রে থাকা অম্বরীশ ভট্টাচার্যও নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন।
নিজের চরিত্র প্রসঙ্গে অম্বরীশ বলেন, “আমরা এতদিন বাংলা সিনেমায় আসলে অজিতের চরিত্রে হিরোদেরই দেখেছি। ঋত্বিক চট্টোপাধ্যায়, শাশ্বত, রাহুল সবাই কিন্তু নায়ক। কোনো পার্শ্ব চরিত্রাভিনেতাকে এতদিন অজিত হিসেবে কাস্ট করা হয়নি।
“আমি তাই অফারটা পেয়ে একটু অবাক হয়েছিলাম। তারপর মনে হয়েছিল শরদিন্দু পড়ে এতদিন যেভাবে অজিতকে বুঝে এসেছি আমি, সেটাই স্ক্রিনে ফুটিয়ে তুলব। তারপর শুভেন্দুদার স্ক্রিপ্ট পড়ে দেখলাম সেটাই এখানে দেখানো হচ্ছে।”
এদিকে ট্রেইলার প্রকাশের অনুষ্ঠানে দেব বলেছেন, তিনি আর ব্যোমকেশ চরিত্রে অভিনয় করবেন না।
অভিনেতার কথায়, “আমার ব্যোমকেশ আসলে একটা সাহস। আমি দেখাতে চেয়েছিলাম, এই গল্পকে কতটা লার্জ স্কেলে দেখানো যেতে পারে। যদি সিনেমাটি ব্যবসা না করে, প্রযোজকরা যদি তাদের টাকা ফেরত না পান, আমরা আবার ব্যোমকেশকে ড্রয়িং রুমে নিয়ে যাব। আমি চাই, আগামীতে যারা ব্যোমকেশ করবেন তারা সাহস পান সিনেমাটিকে বড় স্কেলে শুট করার।”