অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন ও ছেলের বউ সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে আলোচনার সুত্রপাত অমিতাভ বচ্চনের জন্মদিনের দুটি ছবিকে কেন্দ্র করে।
Published : 13 Oct 2023, 11:19 AM
অমিতাভ বচ্চন বলিউডে একা শাহেনশা হয়ে থাকলেও তার পরিবারে তারার মেলা। স্ত্রী-পুত্র-পুত্রবধূ, যে যার জায়গায় স্বনামধন্য। তাই এই পরিবারটি নিয়ে হিন্দি সিনেমাপ্রেমীদের কৌতুহলের অন্ত নেই। অমিতাভের কন্যা ও পুত্রবধূর সম্পর্ক নিয়ে নতুন একটি খবর উসকে দিয়েছে সেই কৌতুহল।
অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন ও ছেলের বউ সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে আলোচনার সূত্রপাত অমিতাভ বচ্চনের জন্মদিনের দুটি ছবিকে কেন্দ্র করে।
আনন্দবাজার বলছে, গেল ১১ অক্টোবর বিগ’র জন্মদিনে দাদুকে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন শ্বেতার মেয়ে নব্যা নন্দা। ওই ছবিতে ছিল ঐশ্বরিয়া-অভিষেকের মেয়ে আরাধ্যা, শ্বেতার ছেলে অগস্ত্যা নন্দা, অমিতাভ ও জয়া।
আর ঐশ্বরিয়া যে ছবি পোস্ট করে শ্বশুরকে শুভেচ্ছা জানিয়েছিলেন, সেখানে ছিল কেবল আরাধ্যা ও অমিতাভ।
এর পর থেকে জল্পনা বাড়তে থাকে শ্বেতা ও ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে। কেউ কেউ বলতে শুরু করেন তাদের সম্পর্ক ‘তলানিতে গিয়ে ঠেকেছে’।
এর পরপরই সোশ্যাল মিডিয়ায় শ্বেতার একটি ভিডিও ছড়িয়েছে। ও ভিডিওতে দেখা গেছে নির্মাতা করণ জোহরের শো ‘কফি উইথ করণে’ গিয়ে ঐশ্বরিয়ার ‘দোষ’ নিয়ে মন খুলে কথা বলেছেন শ্বেতা।
করণের প্রশ্ন ছিল, ঐশ্বরিয়ার স্বভাবের কোন দিকটি একেবারেই পছন্দ করেন না শ্বেতা। ছোট ভাই অভিষেককে পাশে বসিয়ে শ্বেতা বলেন, তিনি ঐশ্বরিয়ার গুণের কথাই আগে বলতে চান।
শ্বেতা বলেন, “ঐশ্বরিয়া আত্মনির্ভর ও আত্মবিশ্বাসী একজন অভিনেত্রী, আর মা হিসাবে ভীষণ ভালো।“
আর দোষের বর্ণনায় শ্বেতা বলেন, “ঐশ্বরিয়ার সময়জ্ঞানের কথা কি বলব। ও সময় মেপে চলতে পারে না, যা আমি কিছুতেই সহ্য করতে পারি না। আর ঐশ্বরিয়া কখনোই আমাকে কলব্যাক করে না। এ বিষয়টায় আমি খুব বিরক্ত হই।”
২০০৭ সালের অভিষেককে বিয়ে করে বচ্চন পরিবারে আসেন ঐশ্বরিয়া। বলিউডের অন্যতম সুখী তারকা দম্পতি হিসেবে নিজেদের প্রমাণ করেছেন অভিষেক ও ঐশ্বরিয়া। তবে শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার ‘খিটিমিটি সম্পর্কের’ খবরও এসেছে আগে। আবার বলিউডে কোনো অনুষ্ঠানেও বচ্চন পরিবারকে একসঙ্গে উপস্থিত থাকতে দেখা গেছে বরাবর।