'ফাইটার' সিনেমার একটি ফাইটিং দৃশ্যের শুটিং ছিল, সময়মতো শুটিং ফ্লোরে পৌঁছাতে চেয়েছিলেন হৃত্বিক। তাই ভর দুপুরে এই নায়ক ধরেন মেট্রো।
Published : 14 Oct 2023, 02:43 PM
মুব্বাইয়ের রাস্তার যানজট এড়িয়ে ঠিক সময়ে শুটিং ফ্লোরে পৌঁছাতে কিছুদিন আগে বাইকে চেপেছিলেন অমিতাভ বচ্চন। এবার মেট্রোতে চড়লেন হিন্দি সিনেমার নায়ক হৃত্বিক রোশান।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। বাড়ি থেকে বেরিয়েই হৃত্বিক দেখেন রাস্তায় গাড়ি চলছে না, যানজটে রাস্তাঘাট প্রায় স্থবির।
এদিকে 'ফাইটার' সিনেমার একটি ফাইটিং দৃশ্যের শুটিং ছিল, সময়মত শুটিং ফ্লোরে পৌঁছাতে চেয়েছিলেন হৃত্বিক। তাই ভর দুপুরে এই নায়ক ধরেন মেট্রো।
মেট্রোতে হৃত্বিককে পেয়ে লাফিয়ে ওঠেন তার ভক্তরা। চলে বিরামহীন সেলফি পর্ব। হৃত্বিক নিজেও কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
ক্যাপশনে লিখেছেন, "গরম ও যানজট থেকে বাঁচতে মেট্রো চড়লাম। অভূতপূর্ব এক অভিজ্ঞতা।"
ছবিতে ভালোবাসা জানিয়েছেন হৃত্বিকের প্রেমিকা অভিনেত্রী সাবা আজাদ।
অভিনেতা অনিল কাপুরের মন্তব্য, 'নম্র ও যত্নবান এক ফাইটার।'
ভক্তদের কেউ কেউ আফসোস করে বলেছেন, "ইস কেন যে মেট্রোতে চড়ি না। এখন থেকে মিস করা যাবে না।"
হৃত্বিকের ব্যস্ত সময় যাচ্ছে নির্মাতা সিদ্ধার্থ আনন্দের 'ফাইটার' সিনেমার শুটিং নিয়ে। সিনেমাটি হলে আসবে আগামী বছরের ২৫ জানুয়ারি। এই সিনেমায় দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুরও অভিনয় করেছেন।
এছাড়া সিদ্ধার্থ আনন্দের 'ওয়ার টু' সিনেমাতেও আগামীতে দেখা যাবে হৃত্বিককে। এর আগে ‘ওয়ার’ সিনেমাটি বক্স অফিসে দাপট দেখিয়েছিল। এই সিনেমার মূল চরিত্রে ছিলেন হৃতিক রোশন ও টাইগার শ্রফ। হৃতিককে গুপ্তচর ‘কবির' এর চরিত্রে দেখা গিয়েছিল।
এবার সিক্যুয়োলে হৃতিকের সঙ্গে শাহরুখ খান ও সালমান খানকেও দেখা যাবে।