অভিনেতা তার আসন্ন সিনেমা ‘ফাইটার’-এর জন্যই শরীরে এ পরিবর্তন এনেছেন।
Published : 20 Oct 2023, 10:10 PM
উনপঞ্চাশেও তার সুঠাম দেহ আর ধারালো চেহারা দেখে ঘুম উড়ে যায় ভক্তদের, তিনি হৃতিক রোশন। সম্প্রতি এ তারকার ‘সিক্স প্যাক’ দেখে বিষম খেয়েছে ভক্ত-অনুরাগীরা।
মঙ্গলবার নিজের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেতা নিজের ফিটনেস মিশন ‘সম্পন্ন’ করার ঘোষণা দিয়েছেন।
মাত্র পাঁচ সপ্তাহে কড়া ডায়েট ও কঠিন শরীরচর্চায় শরীরে বিশাল পরিবর্তন এনেছেন হৃতিক। এই রূপান্তরটি ঘটেছে অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে।
হিন্দুস্তান টাইমস বাংলা বলেছে, হৃতিক তার আসন্ন সিনেমা ‘ফাইটার’-এর জন্যই এত কাঠখড় পুড়িয়েছেন।
ছবিগুলো শেয়ার করে নায়ক লিখেছেন, “সিনেমার চরিত্রের জন্য লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে আমি ভালোবাসি। তবে এই কাজটা মোটেই সহজ ছিল না।
“প্রিয়জন, পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের সময় দিতে পারিনি, সামাজিক অনুষ্ঠানে যেতে পারিনি, ছেলেমেয়েদের স্কুলের মিটিংয়ে যেতে পারিনি, এমনকি রাতের দিকে কোনো কাজ থাকলে সেখানেও না বলতে হয়েছে। সব থেকে কঠিন ছিল রাত ৯টার মধ্যে ঘুমিয়ে পড়া।”
এ কাজে তাকে সাহায্য করার জন্য প্রেমিকা সাবা আজাদ ও ট্রেইনার ক্রিস গেথিনকেও ধন্যবাদ জানিয়েছেন হৃতিক।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'ফাইটার'-এ প্রথমবারের মত বড় পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে হৃতিক রোশন ও দীপিকা পাডুকোনকে। এ সিনেমায় ভারতীয় এয়ারফোর্স পাইলট হিসাবে দেখা যাবে তাদের।
২০১৯ সালে ভারতের বিমানবাহিনীর যুদ্ধ নিয়ে ‘ফাইটার’ এর গল্প সাজিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। গত বছরের নভেম্বরে সিনেমার শুটিং শুরু হয়। এটি ঋত্বিকের সাথে তার দ্বিতীয় সিনেমা। এর আগে অভিনেতাকে নিয়ে ‘ওয়ার’ করেছিলেন তিনি।
‘ভায়াকম ১৮ মোশন পিকচার্স’ প্রযোজিত এ সিনেমায় ঋত্বিক-দীপিকা ছাড়াও রয়েছেন অনিল কাপুর।
ফাইটারই প্রথম বলিউড সিনেমা যেখানে আকাশে মারপিট হবে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে। এ সিনেমায় একাধিক এরিয়াল স্টান্টও দেখতে পাবেন দর্শক।
আগামী ২৫ জানুয়ারি ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের মুক্তি পাবে ‘ফাইটার’।
আরও পড়ুন: