আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ফাইটার, অনেকই হৃত্বিকের এই লুকের সঙ্গে ‘টপ গান : ম্যাভেরিক’ সিনেমায় টম ক্রুজের সঙ্গে মিল পেয়েছেন।
Published : 27 Jun 2023, 12:42 PM
বলিউডি অভিনেতা হৃত্বিক রোশানের ফাইটার সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হতেই হইচই বেঁধেছে। অনেকেই হৃত্বিকের লুকের সঙ্গে হলিউড সুপারস্টার টম ক্রুজের মিল পাচ্ছেন।
ছবিতে একটি যুদ্ধবিমানে হাত রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হৃত্বিককে। ক্যামেরার উল্টো দিকে ঘুরে দাঁড়ানোয় হৃতিকের মুখ দেখা না গেলেও, বিমানসেনার লুকে পাওয়া গেছে তাকে।
ছবির ক্যাপশনে হৃত্বিক সিনেমা মুক্তির তারিখ জানিয়ে লিখেছেন. “ফাইটার, ২৫ জানুয়ারি, ২০২৪, আর মাত্র ৭ মাস বাকি।“
অনেকই হৃত্বিকের এই লুকের সঙ্গে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমায় টম ক্রুজের মিল পেয়েছেন।
একজন লিখেছেন, “নাহ বলিউড শোধরাবে না, ‘টপ গান’কেও ছাড়ল না।“
“এটা কি টপ গানের রিমেক?” বিস্ময়ের ইমোজি দিয়ে লিখেছেন আরেকজন।
কটাক্ষের সুর একজনের কথা: “টপ গানের সস্তা কপি, বলিউড ভার্সন”।
তবে প্রশংসাও এসেছে হৃত্বিকভক্তদের মুখ থেকে। অনিল কাপুর, জয়া আখতারও প্রশংসা করেছেন হৃতিকের এই লুকের।
গত বছরের ১৫ নভেম্বর থেকে ‘ফাইটার’ সিনেমার শুটিং শুরু হয়েছে। ঋত্বিক সেখানে আসছেন ভারতের বিমান বাহিনীর পাইলট রূপে। তার নায়িকা দীপিকা পাড়ুকোন।
বিমানের পাইলট হয়ে আসতে ১২ সপ্তাহ ধরে কঠোর পরিশ্রমের পর চেহারা বদলেছেন হৃত্বিক। বাড়িয়েছেন পেশির ধার।
আগের সিনেমা ‘বিক্রম ভেদা’র সময় যতটা ওজন বাড়িয়েছিলেন, তারও বেশি কমিয়ে ফেলছেন এইবার।
২০১৯ সালে ভারতের বিমানবাহিনীর যুদ্ধ নিয়ে ‘ফাইটার’ এর গল্প সাজিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এটি ঋত্বিককে নিয়ে তার দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি ঋত্বিককে নিয়ে করেছিলেন ‘ওয়ার’।
টম ক্রুজ অভিনীত যুদ্ধ ও প্রেমের সিনেমা ‘টপ গান’ মুক্তি পায় ১৯৮৬ সালে; মুক্তির পরপরই আলোড়ন তোলে সিনেমাটি।
গত বছরের মে মাসের শেষ সপ্তাহে মুক্তি পায় সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘টপ গান: ম্যাভেরিক’। এবারের ছবিতেও নৌবাহিনীর বৈমানিক পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ।