‘টপ গান: ম্যাভেরিক’ দিয়ে আয়ের চূড়ায় টম ক্রুজ

হলিউড তারকা টম ক্রুজের চার দশকের ক্যারিয়ারে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় চূড়ায় উঠে এসেছে ‘টম গান: ম্যাভেরিক’।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2022, 07:59 AM
Updated : 28 June 2022, 07:59 AM

চলতি সপ্তাহে সিনেমাটি বিশ্বজুড়ে বক্সঅফিসে ১ বিলিয়ন ছাড়িয়ে গেছে বলে সিনেমার প্রযোজনা সংস্থা প্যারামাউন্টের বরাতে জানিয়েছে সিএনএন।

এর আগে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত টম ক্রুজের ‘মিশন ইমপসিবল: ফলআউট’ সিনেমা ৭৯১ মিলিয়ন ডলার আয় করে শীর্ষস্থানে ছিল। এবার সেই জায়গা দখল করল ‘টপ গান: ম্যাভেরিক’; সেই সঙ্গে ১ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করলেন এ হলিইড তারকা।

টম ক্রুজ ও ভ্যাল কিলমার অভিনীত যুদ্ধ ও প্রেমের ছবি ‘টপ গান’ মুক্তি পায় ১৯৮৬ সালে; মুক্তির পরপরই আলোড়ন তোলে সিনেমাটি।

মে মাসের শেষ সপ্তাহে মুক্তি পায় সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘টপ গান: ম্যাভেরিক’। এবারের ছবিতেও নৌবাহিনীর বৈমানিক পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ।

চলচ্চিত্র সমালোচকদের মতে, আশির দশকে টম ক্রুজের ক্যারিয়ারকে প্রথম তুঙ্গে নিয়ে গিয়েছিল অ্যাকশন ধারার ছবি ‘টপ গান’।

প্রয়াত টনি স্কট পরিচালিত হলিউডি এই ছবিটি মুক্তির পরের বছর সেরা গানের অস্কার পুরস্কারটি বগলদাবা করেছিল ছবির ‘টেক মাই ব্রিথ অ্যাওয়ে’ গানটি।