বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।
Published : 06 Dec 2023, 07:27 PM
দেশের প্রথম সারির নাট্যসংগঠন 'ঢাকা থিয়েটার' মঞ্চে আনতে যাচ্ছে নতুন নাটক 'মেডিয়া'।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।
এর আগে বুধবার সন্ধ্যায় একই স্থানে হয়ে গেল নাটকটির কারিগরি মঞ্চায়ন।
গ্রীক নাট্যকার ইউরেপিডিসের লেখা এ নাটকটি অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। মঞ্চে নির্দেশনা দিয়েছেন হুমায়ুন কবীর হিমু।
এটি ঢাকা থিয়েটারের ৫১তম প্রযোজনা।
ঢাকা থিয়েটারের পরিচালক নাসির উদ্দীন ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ধাপে তিনটি প্রদর্শনী হবে। বৃহস্পতিবার প্রথম প্রদর্শনীর পর শনিবার বিকাল সাড়ে ৪টা এবং সন্ধ্যা ৭টায় আরও দুটি প্রদর্শনী হবে।