ভোরবেলা নিয়মিত যোগব্যায়াম করতেন আলিয়া, খাবারেও মানতেন নিয়ম।
Published : 07 Nov 2022, 12:10 PM
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অস্ত্রোপচার চাননি, স্বাভাবিক প্রসবেই তার কোলজুড়ে এসেছে কন্যা সন্তান। সেজন্য দীর্ঘ প্রস্ততিও নিতে হয়েছে তাকে; সেই প্রস্তুতি শুধু শারীরিক নয়, মানসিকও।
বলিউড লাইফ ডটকম তুলে ধরেছে আলিয়ার সেই প্রস্তুতির কথা।
রোববার সকালে স্বামী রণবীর কাপুরই গাড়ি চালিয়ে আলিয়াকে হাসপাতালে নিয়ে যান। আলিয়া যেহেতু ‘সি সেকশন’ করাতে চাইছিলেন না, চিকিৎকরা অপেক্ষা করেন তার প্রসব বেদনা ওঠার।
ব্যথা শুরু হলে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসাপাতালে স্বাভাবিক প্রসবে তার সন্তারে জন্ম হয়।
আলিয়ার এক ঘনিষ্ঠজনের কাছ থেকে বলিউডলাইফকে জেনেছে শেষ তিন মাসে আলিয়া নিজের বেশ যত্ন নিয়েছে। বিশ্রাম তো নিয়েছেনই, বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ব্যায়ামও করেন নিয়মিত।
বিশেষ করে ভোরবেলা নিয়মিত যোগব্যায়াম করছেন আলিয়া। যেসব ব্যায়াম তাকে স্বাভাবিক নিয়মে সন্তান জন্মদানে সহায়তা করবে, সেগুলোই করেছেন।
আলিয়ার শাশুড়ি নীতু কাপুরও সন্তানসম্ভবা পুত্রবধূর খাবারের দিকে খেয়াল রেখেছেন। আলিয়ার জন্য তিনি পুষ্টিকর কিছু লাড্ডু তৈরি করেছিলেন। এছাড়া আলিয়া যাতে স্বাভাবিক নিয়মে সন্তান প্রসব করতে পারেন, সে ব্যাপারে নানাভাবে পরামর্শ দিতেন তিনি।
২০১৮ সাল থেকে রণবীর-আলিয়ার বন্ধুত্ব, সেই থেকে প্রেম। চলতি বছরের এপ্রিলেই বিয়ে সারেন আলোচিত এই জুটি। এরপর গত জুন মাসে আলিয়া নিজেই ঘরে নতুন অতিথি আসার সুখবর দেন।
পুরনো খবর
আলিয়া-রণবীরের কোলে এল কন্যা সন্তান
আলিয়া-রণবীরের ঘরে আসছে নতুন অতিথি
গর্ভকালেও দারুণ ব্যস্ত আলিয়া, বললেন ‘কাজেই শান্তি’