আলিয়া-রণবীরের কোলে এল কন্যা সন্তান

মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসাপাতালে অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক নিয়মে কন্যা সন্তানের জন্ম দেন মা আলিয়া। পরে নিজেই ইনস্টাগ্রামে সুখবর দেন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2022, 09:23 AM
Updated : 6 Nov 2022, 09:23 AM

প্রতীক্ষার অবসান হল ভাট ও কাপুর পরিবারের, সেইসাথে ভক্তদেরও। কন্যা সন্তানের মা-বাবা হলেন বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর।

টাইমস অব ইন্ডিয়া জানায়, রোববার সকালে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসাপাতালে অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক নিয়মে কন্যা সন্তানের জন্ম দেন মা আলিয়া। পরে তিনি নিজেই ইনস্টাগ্রামে সুখবর দেন।

সিংহী ও তার ছানাকে নিয়ে সিংহের ছবিওয়ালা ওই পোস্টে আলিয়া লিখেছেন, “আমাদের জীবনের সেরা খবর। আমাদের শিশু এখানে এসেছে… এবং সে একটি মায়াবী মেয়ে। আমরা উচ্ছ্বসিত। সবার ভালোবাসা এবং আশীর্বাদ পাওয়া বাবা-মা আমরা।“

সবাইকে ‘ভালোবাসা’ জানিয়ে সংক্ষিপ্ত পোস্টটি শেষ করেছেন নির্মাতা-প্রযোজক মহেশ ভাট কন্যা আলিয়া।

টাইমস অব ইনডিয়া লিখেছে, এদিন ভোরে গাড়িতে করে আলিয়াকে নিয়ে হাসপাতালে যান রণবীর। খবর পেয়ে হাসপাতালে ছোটেন আলিয়ার মা সোনিয়া রাজদান, শাশুড়ি নীতু কাপুরসহ ভাট ও কাপুর পরিবারের সদস্যরা।

আলিয়া চাইছিলেন না ‘সি সেকশন’ অর্থাৎ সিজারিয়ান করাতে। চিকিৎকরাও অপেক্ষা করেন তার প্রসব বেদনা ওঠার। পরে ব্যথা শুরু হলে স্বাভাবিক নিয়মে সন্তান প্রসব করেন কাপুর পরিবারের পুত্রবধূ।

আলিয়ার পোস্টের নিচে অভিনন্দনের বান ছুটেছে। নতুন বাবা-মা আর তাদের কন্যাকে ভালোবাসা জানাচ্ছেন সবাই।

কিছুদিন আগে শোনা গিয়েছিল, নভেম্বরের শেষ দিকে আলিয়া মা হতে পারেন। তবে এর বেশ কিছুদিন আগেই পৃথিবীতে এল নবজাতক।

সকালে টাইম অব ইন্ডিয়াকে আলিয়ার বাবা মহেশ ভাট বলেছিলেন, “একটি নতুন সূর্য ওঠার অপেক্ষায় আছি। জীবনের একটি তাজা ঝিকিমিকি শিশিরবিন্দু দেখব।“

গত জুন মাসে ঘরে নতুন অতিথি আসার খবর দিয়েছিলেন আলিয়া নিজেই। সে সময় আলিয়া-রণবীরের সন্তান আসার খবরে উচ্ছ্বসিত মহেশ ভাট জানিয়েছিলেন, তিনি দারুণ খুশি। ‘নানা’ হতে বিভিন্ন ধরনের প্রস্তুতি তাগিতও অনুভব করছিলেন তিনি। 

“আমার সন্তান তার সন্তানের জন্ম দিতে চলেছে। এভাবেই আমাদের গোত্র বড় হোক। আমাকে সবচেয়ে বেশি প্রস্তুতি নিতে হবে। আমি নানা হচ্ছি, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আমাকে।“ 

তবে রণবীরের সোজাসাপ্টা কথা ছিল “আমরা কীভাবে আমাদের সন্তানদের বড় করব, সেটা কোনো বইপুস্তক আমাদের শিখিয়ে দেবে না। যখন সেটা ঘটবে, আপনা-আপনি অভিজ্ঞতা হয়ে যাবে।“

২০১৮ সাল থেকে রণবীর-আলিয়ার বন্ধুত্ব, সেই থেকে প্রেম। চলতি বছরের এপ্রিলেই বিয়ে সারেন আলোচিত এই জুটি। 

পুরনো খবর

Also Read: আলিয়া-রণবীরের ঘরে আসছে নতুন অতিথি

Also Read: গর্ভকালেও দারুণ ব্যস্ত আলিয়া, বললেন ‘কাজেই শান্তি’

Also Read: আলিয়ার সাধের অনুষ্ঠানে নিমন্ত্রিত শুধুই মেয়েরা

Also Read: রণবীর-আলিয়া: সিনেমার আগেই জীবনে জুটি