‘সাদা সাদা কালা কালা’ গেয়ে মাত করলেন নুসরাত ফারিয়া

কলকাতার ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’ এর শেষ দিনের শুটিং ফ্লোরে ‘হাওয়া’ সিনেমার জনপ্রিয় গান ‘কালা কালা সাদা সাদা’ গেয়ে মাতিয়ে দিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। জি-ফাইভের ব্যানারে কলকাতার নির্মাতা রাজ চক্রবর্তীর এই ওয়েব সিরিজে নুসরাতকে পাওয়া যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। বুধবার ওই সিরিজের শুটিং শেষে রাত পৌনে ৩টার দিকে সেটের সবাইকে গানটি গেয়ে শোনান নুসরাত। এই সিরিজে আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত, চ্যাটার্জি, ঋত্বিক চক্রবর্তীসহ অনেকে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2023, 08:42 AM
Updated : 3 March 2023, 08:42 AM