ইংলিশ ফুটবল
ইউরোপের সফলতম দলকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দুই লেগেই হারানোয় ইংলিশ ক্লাবটির প্রতি ফুটবলারদের আগ্রহ আরও বাড়বে, মনে করছেন মিকেল আর্তেতা।
Published : 19 Apr 2025, 04:00 PM
ফুটবলে এখন আলোচনার কেন্দ্রে আর্সেনাল। রেয়াল মাদ্রিদকে হারিয়ে ২০০৯ সালের পর তারা জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে। এই সাফল্য সামনের দলবদলে তাদের প্রতি ফুটবলারদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে বলে মনে করছেন কোচ মিকেল আর্তেতা।
ইউরোপ সেরার প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে রেকর্ড শিরোপাজয়ী রেয়ালকে দুই লেগেই হারায় আর্সেনাল। ঘরের মাঠে ৩-০ গোলে জয়ের পর বের্নাবেউয়ে পায় ২-১ গোলের জয়।
তাতে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার অভিযান থেকে ছিটকে পড়ে রেয়াল। আর নিজেদের প্রথম শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে যায় আর্সেনাল। শেষ চারে ইংলিশ ক্লাবটির প্রতিপক্ষ ফরাসি ক্লাব পিএসজি, প্রথম লেগ ২৯ এপ্রিল।
গত জানুয়ারি থেকে একজন স্ট্রাইকার দলে টানতে আগ্রহ দেখাচ্ছে আর্সেনাল, যদিও মিডফিল্ডার মিকেল মেরিনো সেন্টার ফরোয়ার্ডের দায়িত্বটি বেশ ভালোভাবেই পালন করছেন। এখন পর্যন্ত স্পোর্তিং লিসবনের ভিক্তর ইয়োকেরেস, লাইপজিগের বেনইয়ামিন শেশকো ও আথলেতিক বিলবাওয়ের নিকো উইলিয়ামসের সঙ্গে কথা বলেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।
লিগ ম্যাচে রোববার ইপ্সউইচ টাউনের মুখোমুখি হবে আর্সেনাল। আগের দিন আর্তেতা বলেন, রেয়ালের বিপক্ষে বীরত্ব দলবদলে তাদের সহায়তা করতে পারে।
“হয়তো এটা আরেকটা ফ্যাক্টর, কিন্তু আমরা খুবই ভাগ্যবান, কারণ আমরা এমন একটা ফুটবল ক্লাব, যখনই আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের ক্লাবের অংশ হতে চেয়েছে।”
“তবে এটি (রেয়ালের বিপক্ষে জয়) সম্ভবত এমন কিছু যা (আমাদের প্রতি) আরও উৎসাহ বা বিশ্বাস তৈরি করতে পারে এবং ব্যাপারটা হলো ‘আমি এখন এই রাতের অংশ হতে চাই’ সবাই এমন ভাববে, কারণ ক্লাবটি ভালো একটা জায়গায় আছে। সব মিলিয়ে আমরা প্রস্তুত, আমরা শক্তিশালী এবং আমরা যে কোনো খেলোয়াড়কে আকর্ষণ করতে পারি।”
হ্যামস্ট্রিং চোটে দুই মাস ধরে মাঠের বাইরে আছেন কাই হাভার্টজ। তবে মৌসুমের শেষ দিকে এই জার্মান অ্যাটাকিং মিডফিল্ডারকে পাওয়ার আশায় আছেন আর্তেতা।
“সেমি-ফাইনাল? আমার মনে হয়, এটা খুব কাছাকাছি। তবে প্রত্যাশার চেয়ে আগে (হাভার্টজের ফেরা নিয়ে) যদি তাকে নিয়ে বাজি ধরতে হয়, তবে আমি হ্যাঁ বলব।”
“জিমে সে প্রতিদিন যেভাবে কাজ করছে, আমার মনে হয় না, তাকে বেশিদিন বাইরে রাখা যাবে।”