নয় হাজার ৯৫২ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষা দিয়েছেন সাত হাজার ৬৪৬ জন।
Published : 19 Apr 2025, 04:02 PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৭৬ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী উপস্থিতি ছিলেন।
শনিবার সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নয় হাজার ৯৫২ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষা দিয়েছেন সাত হাজার ৬৪৬ জন।
‘সি’ ইউনিটের পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, “সার্বিক পরিস্থিতি অনেক ভালো ছিল। সামান্য যে ত্রুটি ছিল, সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করেছি।”
গুচ্ছ থেকে বের হয়ে চার বছর পর নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হলো।
চাঁদপুর থেকে পরীক্ষা দিতে আসা সাজ্জাদ হোসাইন নাঈম বলেন, “প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছিল। তবে প্রস্তুতি যদি আরও ভালো করে নিতাম, তাহলে চান্স পাওয়াটা নিশ্চিত করতে পারতাম। এরপরও পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। আশাহত হইনি।”
আরেক পরীক্ষার্থী রোবাইয়া আলম খুশবু বলেন, “আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষার মান স্ট্যান্ডার্ড ছিল। ক্লাসে শিক্ষকদের ব্যবহারও ভালো ছিল। চান্স পাব বলে আশা করা যায়।”
‘সি’ ইউনিটের ২৪০টি আসনের বিপরীতে এবার আবেদন জমা পড়েছিল নয় হাজার ৯৫২টি।