নির্মাতা নিশা পাহুজা পরিচালিত ‘টু কিল আ টাইগার’ ভারতের ঝাড়খণ্ডের রঞ্জিত নামের এক কৃষকের গল্প।
Published : 26 Feb 2024, 04:59 PM
অস্কারে মনোনয়ন পাওয়া ভারতীয় তথ্যচিত্রের সঙ্গে নাম লেখালেন বলিউড-হলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
‘টু কিল আ টাইগার’ নামের এই তথ্যচিত্রে নির্বাহী প্রযোজক হয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী।
সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৬তম আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হয় গত মাসে। ওই তালিকায় তথ্যচিত্রের ক্যাটাগরিতে নাম এসেছে ‘টু কিল আ টাইগার’ এর।
ইনস্টাগ্রামে এক পোস্টে প্রিয়াঙ্কা বলেন, “অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া ‘টু কিল আ টাইগার’ টিমে যোগ দিতে পেরে আমি গর্বিত। ২০২২ সালে যখন আমি এই ছবি প্রথমবার দেখেছিলাম, তখনই এটি পছন্দ হয়েছিল। কন্যার জন্য ন্যায়বিচার পেতে বাবার বীরত্বপূর্ণ লড়াই দেখে মুগ্ধ হয়েছিলাম। “
ইন্ডিয়া টুডে লিখেছে, নির্মাতা নিশা পাহুজা পরিচালিত ‘টু কিল আ টাইগার’ ভারতের ঝাড়খণ্ডের রঞ্জিত নামের এক কৃষকের গল্প।
২০১৭ সালে তার ১৩ বছর বয়সী মেয়ে কিরণ ধর্ষণের শিকার হয়। সেই ঘটনা থেকে বেঁচে ফেরা মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অপরাধের ন্যায়বিচারের জন্য লড়াই করেন বাবা।
গত বছরের অক্টোবরে নিউ ইয়র্কে মুক্তি পায় ‘টু কিল আ টাইগার’। সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে আরও আছেন রুপি কৌর, অতুল গাওয়ান্দে, অ্যান্ডি কোহেন, আনিতা লি, শিবানী রাওয়াত ও আনিতা ভাটিয়া।