সিনেমাটি মুক্তির ১৫ বছর হল।
Published : 16 Feb 2023, 10:54 PM
‘যোধা আকবর’ মুক্তির ১৫ বছর হয়ে গেল; মুঘল সম্রাট আকবর এবং রাজপুত রাজকুমারী যোধা বাইয়ের প্রেম গাথা নিয়ে আশুতোষ গায়কোয়াড় বানিয়েছিলেন এই সিনেমা।
২০০৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে যোধা চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই, আর আকবর চরিত্রে হৃত্বিক রোশান। সিনেমাটিকে ব্যবসাসফল বলা যাবে না, তবে ঐশ্বরিয়ার অভিনয় ছিল প্রশংসিত।
এনডিটিভি জানিয়েছে, সেই ‘যোধা আকবর’ সিনেমার ১৫ বছর পূর্তিতে স্মৃতি ফিরিয়ে আনলেন ঐশ্বরিয়া; নর-নারীর প্রেমের সম্পর্ক নিয়ে লিখলেন ইনস্টাগ্রামে।
যোধা আকবরের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে সিনেমার যোধা ক্যাপশনে লিখেছেন- “যোধা ও আকবরের প্রেম যুগে যুগে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং মুক্তমনাদের প্রতীক হয়ে উজ্জ্বলভাবে জ্বলছে। এই চিরন্তন প্রেমের রুপালি পর্দায় আসার ১৫ বছর পূর্তি উদযাপন করতে পেরে আমরা সত্যি গর্বিত।”
বচ্চন পরিবারের বউ ঐশ্বরিয়া সোশাল মিডিয়ায় লেখা এড়িয়েই চলেন, তাই এই লেখার মাধ্যমে সিনেমাটির প্রতি তার গুরুত্ব ফুটে উঠেছে বলে অনেকে মনে করছেন।
একই ভিডিও শেয়ার করে বর্ষপূর্তি উদযাপনের পাশাপাশি নির্মাতা আশুতোষ গায়কোয়াড়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন হৃতিক।
অভিনেতার ভাষ্যে, “আমাকে ‘যোধা আকবর’-এর বিশাল দায়িত্বের যোগ্য মনে করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার নির্দেশনা এবং আমার অবিশ্বাস্য সহ-অভিনেতারা চিরকাল স্মরণে থাকবে।”
আশুতোষ গোয়ারিকর প্রযোজনা ও পরিচালিত সিনেমাটিতে হৃতিক-ঐশ্বরিয়া ছাড়াও সোনু সুদ, ইলা অরুণ, কুলভূষণ খারবান্দা, রাজা মুরাদ ও সুহাসিনী মুলে অভিনয় করেন।