Published : 25 Oct 2022, 12:48 PM
যে নারী শরীফুল আলম রাজের জীবনকে ‘আলোকিত’ করেছে, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেইসবুকে এক ‘আবেগময়’ পোস্ট দিয়েছেন এই অভিনেতা।
রাজের স্ত্রী, ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির জন্মদিন ছিল সোমবার। বিশেষ এ দিনে নিজের ফেইসবুক ওয়ালে স্ত্রীর একটি ছবি দিয়ে রাজ লিখেছেন, “যে নারী আমার জীবনকে আলোকিত করেছে, তাকে জন্মদিনে শুভেচ্ছা।“
হালের ব্যস্ত এই অভিনেতা স্ত্রীর প্রশংসায় লিখেছেন, “প্রেমময় এবং যত্নশীল আমার প্রিয় স্ত্রী।তুমি সেই যাকে আমি বিশ্বাস করতে পারি এবং আমি খুব ভাগ্যবান তোমাকে পাশে পেয়ে।“
‘বিশেষ দিনটি তোমার জন্য, আমার সুন্দরী স্ত্রী” এই বাক্যটি লিখে পোস্ট শেষ করেছেন রাজ।
নড়াইলের মেয়ে শামসুন্নাহার স্মৃতি পরীমনি নাম নিয়ে ঢাকাই চলচ্চিত্রে নাম লিখিয়েই তারকা বনে গিয়েছিলেন। ২০১৩ সালে প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’ মুক্তির আগেই অন্তত ২০টি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে তোলেন আলোড়ন।
তারপর মসৃণ এক পথে যাত্রায় নিজেকে ঢালিউডের নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করলেও এক বছর আগে ঘটে ছন্দ পতন।
প্রেম-বিয়ে-মামলায় গত দুই বছরে নানা চড়াই-উৎরাই পেরিয়েছেন এই নায়িকা। এসবের মধ্যেই গত বছর ওয়েব চলচ্চিত্র ‘গুনিন’-এ শরিফুল রাজের সঙ্গে জুটি বাঁধেন। পরে পরীমনির জন্মদিনে রাজের উপস্থিতি আর রাজের জন্মদিনে পরীমনির কেক কাটার খবর প্রেমের গুঞ্জন ছড়ায়। তবে তখন দুজনই ছিলেন নিশ্চুপ।
এরপর চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ করে সোশাল মিডিয়ায় নিজেদের সন্তান আসার খবর দেন পরী-রাজ, সেই সঙ্গে দেন নিজেদের বিয়ের খবর।
তারা জানান, শুটিংয়ের সময় বন্ধুত্ব থেকে প্রেম, আর তা পরিণয়ে গড়াতে লেগেছে সাত দিন।
গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে সেরেছেন তারা। অবশ্য পরে আবার ঘটা করে বিয়ের অনুষ্ঠান করেছেন।
এ বছরের ১০ অগাস্ট রাজ-পরীর ঘর আলো করে আসে সন্তান রাজ্য।
র্যাম্প মডেল হিসেবে ক্যারিয়ার শুরুর পর ২০১৬ সালে রেদোয়ান রনির ‘আইসক্রিম’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে রাজের। পরে ‘ন ডরাই’য়ে অভিনয় করে পেয়েছেন প্রশংসা।
এবার ঈদে ‘পরাণ’ সিনেমা দিয়ে দর্শকদের পরাণ জুড়ানোর পর ‘হাওয়া’ দিয়ে সবাইকে মাত করে দিয়েছেন রাজ।
‘পরাণ’ ও ‘হাওয়া’ সুপার হিট হওয়ার পর ‘দামাল’ নিয়ে আসছেন শরিফুল রাজ। চিত্রনায়িকা পরীমনি চাইছেন, এবার যেন হিটের হ্যাটট্রিক হয় তার স্বামীর।
আরও পড়ুন:
ঝড় পেরিয়ে ‘রাজ্য’ পেলেন রাজ-পরী
পরীমনি অভিযুক্ত, বিচার হবে মাদক মামলায়
মুক্ত পরীমনি, সেলফি, আর মেহেদীর রঙে লেখা বার্তা