Published : 19 Dec 2022, 02:07 PM
‘হাড্ডি’তে রূপান্তরকামী নারী চরিত্রে কাজ করা ভারতের অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী তার সিনেমার দ্বিতীয় ‘লুক’ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি দেখে এক ভক্তের প্রশংসাবাক্য হল, “এই মানুষটি অস্কার পাওয়ার যোগ্যতা’ রাখে।
কখনও এলাকার মাস্তান, কখনও ডন, প্রেমিক বা পকেটমার হয়ে অভিনয়ে দক্ষতা প্রকাশ করে চলেছেন অভিনেতা নওয়াজউদ্দিন। গত অগাস্টে ‘হাড্ডি’ সিনেমার পোস্টার প্রকাশের সময়ই নতুন করে হইচই ফেলে দিয়েছিলেন তিনি।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘হাড্ডি’ সিনেমার গল্প এগিয়ে যাবে অপরাধ ও প্রতিশোধের ঘটনাপ্রবাহে।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায় লাল শাড়ি, গলা ও কানে ভারী গয়না, ঠোঁটে গাঢ় লিপস্টি, টিপ আর আলগা খোঁপায় অন্য এক নওয়াজউদ্দিন।
নওয়াজউদ্দিন ক্যাপশনে হিন্দিতে যা লিখেছেন, তার বাংলা অর্থ দাঁড়ায়, “তোমার চোখেই আটকে যাচ্ছি, সত্যিই বাঁচতে চাই না আর, তবুও বেঁচে আছি এখনও।”
হ্যাশট্যাগে ‘ভালোবাসা’, ‘সুখ’ এবং ‘আবেগ’– এই শব্দ তিনটি ব্যবহার করেছেন তিনি ।
ওই পোস্টেই এক অনুরাগী জানিয়েছেন, নওয়াজউদ্দিনকে তিনি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে পুরস্কার প্রাপকের ভূমিকায় দেখতে চান।
শুভেচ্ছা জানিয়ে অন্য একজন লিখেছেন, “বলিউডের ইতিহাসের অন্যতম সেরা প্রতিভা’। আরেকজনের ভাষায়, “একজন কতটা বহুমুখী হতে পারে?”
অভিনেতা শারিব হাশমি ও দর্শন কুমার হৃদয়, আগুন ও হাততালির ইমোজি দিয়েছেন নওয়াজউদ্দিনের পোস্টে।
নওয়াজউদ্দিনকে শেষবার দেখা গিয়েছিল বছরের শুরুতে মুক্তি পাওয়া ‘হিরোপন্তি ২’ সিনেমায়। আগামীতে তাকে কঙ্গনা রানাউতের হোম প্রোডাকশন ‘টিকু ওয়েডস শেরু’তে দেখা যাবে।
অক্ষত অজয় শর্মা পরিচালিত ‘হাড্ডি’ মুক্তি পাবে আগামী বছর।