Published : 04 Aug 2023, 11:37 AM
যুক্তরাষ্ট্রের পর এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের সিনেমা 'প্রিয়তমা'।
শনিবার সিডনি শহরের ‘হোয়েটস ব্যাংকসটাউন’ সিনেমা হলে সিনেমাটির প্রিমিয়ার শো হবে।
অস্ট্রেলিয়ায় শাকিবের ‘প্রিয়তমা’ পরিবেশন করছে ‘ঈগল এন্টারটেইনমেন্ট ও ক্রেইজি টিকেটস’।
ঈগল এন্টারটেইনমেন্টের এমডি সাব্বির চৌধুরী গ্লিটজকে জানান, প্রথম দিন সিডনিতে একটি শো করার পরিকল্পনা নেওয়া হলেও দর্শক চাহিদা বিবেচনায় দুটি শোর আয়োজন করা হচ্ছে।
"অস্ট্রেলিয়ায় শনি ও রোববার ছুটির দিন। আমরা সেভাবেই মুক্তির পরিকল্পনা করেছি। শনিবার সিনেমাটির প্রিমিয়ার হবে। এদিন একটা শো পরিকল্পনা করেছিলাম। কিন্তু দর্শকের চাহিদার কারণে দুটো শো আয়োজন করতে হচ্ছে। এখন পর্যন্ত সিডনিতে সাতটি শোর ৯০ শতাংশ টিকেট বিক্রি হয়ে গেছে।"
সিডনির পর পর্যায়ক্রমে অস্ট্রেলিয়ার ২০টি শহরে 'প্রিয়তমা' মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানান সাব্বির৷
তিনি বলেন, "আমরা ২০টি শহরে প্রিয়তমা মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। দর্শকের চাহিদা অনুযায়ী শো কয়টা করা হবে, পরে তা ঠিক করব।"
সিডনির ব্যাংকসটাউনের পর ব্ল্যাকটাউন, মাউন্ট ড্রুট, ক্যাম্বেলটাউন শহরে এবং ক্যানবেরা, মেলবোর্ন, পার্থ, অ্যাডিলেড, ব্রিজবেনে, ডারউইন ও হোবার্ট শহরে চলবে ‘প্রিয়তমা’।
অগাস্ট মাসের শেষ সপ্তাহে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নিউজিল্যান্ডেও প্রিয়তমা মুক্তি দেওয়া হবে বলে সাব্বির জানান।
আয়ের খাতায় ‘প্রিয়তমা’ কেমন?
কোরবানির ঈদে দেশের ১০৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল অভিনীত 'প্রিয়তমা'। দ্বিতীয় সপ্তাহ থেকে বিশ্বব্যাপী মুক্তি পায় সিনেমাটি। চতুর্থ সপ্তাহ পেরিয়ে এখন পঞ্চম সপ্তাহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে দেশের ৪৬টি প্রেক্ষাগৃহে।
চতুর্থ সপ্তাহের পর 'প্রিয়তমা'র নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছিলেন, চার সপ্তাহে সিনেমাটির 'গ্রস সেল' ২৬ কোটি ৯৫ লাখ টাকা।
টিকিট বিক্রির মোট অর্থকে ‘গ্রস’ বলা হয়, সেখান থেকে করসহ বিভিন্ন খরচ বাদ দিয়ে আয় হিসাব করা হয়।
বাংলাদেশের বেশিরভাগ সিনেমা হলে এখনও হাতে হাতে টিকেট বিক্রি হয়, যার ফলে টিকেট বিক্রির সঠিক তথ্যও জানা সম্ভব হয় না।
হিমেল আশরাফ বলেন, “প্রথম সপ্তাহে দেশের ১০৯টি প্রেক্ষাগৃহে টিকেট বিক্রি হয় ১০ কোটি ৩০ লাখ টাকার। দ্বিতীয় সপ্তাহে দেশ-বিদেশ মিলিয়ে টিকেট বিক্রি হয় ৮ কোটি ৫৫ লাখ টাকার। এছাড়া তৃতীয় সপ্তাহে ৫ কোটি ৭৫ লাখ এবং চতুর্থ সপ্তাহে ২ কোটি ৩৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়।
সেই হিসাবে চার সপ্তাহে সিনেমাটির ২৬ কোটি ৯৫ লাখ টাকার 'গ্রস সেল' হয়েছে।“
নির্মাতা হিমেল আশরাফ দীর্ঘ ছয় বছর পর বড় পর্দায় ফিরেছেন প্রিয়তমা চলচ্চিত্রটি দিয়ে। শাকিব খান ও ইধিকা এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, লুৎফুর রহমান খান সীমান্ত ও লুৎফর রহমান জর্জসহ আরও অনেকে।
ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত 'প্রিয়তমা' সিনেমার কাহিনী লিখেছেন ফারুক হোসেন।
আর পড়ুন
চার সপ্তাহে ‘প্রিয়তমার’ টিকেট বিক্রি প্রায় ২৭ কোটি টাকার
কাঁদলেন শাকিব, ঋণী থাকবেন ‘প্রিয়তমা’ নির্মাতা
যুক্তরাষ্ট্রে ভক্তদের ‘গণসেলফিতে’ শাকিব
ঢাকায় এসে ‘প্রিয়তমা’ দেখলেন ইধিকা