‘কিলবিল সোসাইটিতে’ ‘মরতে চাইলে বাঁচতে হবে’ বার্তা দিয়েছেন সৃজিত।
Published : 19 Mar 2025, 12:49 AM
সাড়া তোলা সিনেমা ‘হেমলক সোসাইটির’ প্রধান চরিত্র আনন্দ কর হয়ে পরমব্রত চট্টোপাধ্যায় যে লুকে দর্শকদের সামনে ফিরছেন তার ঝলক প্রকাশ হয়েছে।
পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রতকে পাওয়া গেছে মুণ্ডিত মস্তকে।
আনন্দবাজার লিখেছে, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘হেমলক সোসাইটিতে’ আত্মহত্যা-জীবনসচেতনতা এবং ভালোবাসা হাত ধরাধরি করে চলেছিল। অস্তিত্ব সংকটের পাশাপাশি জীবনের ফেরার ডাক দেয় সেই সিনেমা।
এবারে পরিচালক সৃজিত মুখার্জি সিনেমার সিকুয়েল ‘কিলবিল সোসাইটিতে’ ‘মরতে চাইলে বাঁচতে হবে’ বার্তা দিয়েছেন।
পরমব্রতর লুক সাড়া ফেলেছে সোশাল মিডিয়ায়। এছাড়া প্রকাশ হয়েছে চরিত্রের প্রচার ভিডিওটিও।
পরম জানিয়েছেন প্রস্থেটিক্স নয়, চরিত্রের প্রয়োজনে সত্যি সত্যিই ন্যাড়া হয়েছেন তিনি।
নিজের পরিচয় দিতে গিয়ে পরম বলেন, “আমি এখন অর্ডার মাফিক খুন করি।”
সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায়, এর মধ্য দিয়ে এই প্রথম সৃজিতের সিনেমায় অভিনয় করছেন তিনি।
কৌশানীর চরিত্রের নাম পূর্ণা। এই তরুণী লাগামছাড়া জীবনযাত্রায় অভ্যস্ত। কিন্তু জীবনের কোন বাঁকে এসে তার পিঠ দেওয়ালে ঠেকে যায়, সেটি সিনেমার অন্যতম আকর্ষণ।
এছাড়া আরো অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়।
‘হেমলক সোসাইটিতে’ পরমব্রতর বিপরীতে ছিলেন কোয়েল মল্লিক। তবে এই অভিনেত্রী কিছুদিন আগে ছেলের মা হয়েছেন, তাই সিকুয়েলে তিনি নেই।
ওই সময় কেবল সিনেমার গল্প নয়, এর গানগুলোও দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।
সম্প্রতি ‘কিলবিল সোসাইটির’ শুটিং শেষ হয়েছে।
সিনেমাটি মুক্তি পাবে পহেলা বৈশাখে।
'হেমলক সোসাইটি'র সিকুয়েলের নায়িকা পাওয়া গেছে