প্রসেনজিৎ-অনির্বাণকে নিয়ে এবার সিনেমা বানাবেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়।
Published : 10 Jun 2024, 09:45 PM
কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির কল্যাণে দুই পুলিশ কর্মকর্তা প্রবীর-পোদ্দারের চরিত্রে জনপ্রিয় হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য। এই জুটি ফের আসছেন পর্দায়, তবে অন্য পরিচালকের গল্পে।
আনন্দবাজার লিখেছে, প্রসেনজিৎ-অনির্বাণকে নিয়ে এবার সিনেমা বানাবেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। অর্থ লগ্নি করছে প্রযোজনা সংস্থা এসভিএফ। তাদের নিয়ে সৃজিতের ‘দশম অবতার’ সিনেমা এসেছিল গেলবারের পূজায়।
এবারের পূজায় চারটা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে। এগুলোর মধ্যে রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘টেক্কা’, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’, সুরিন্দর ফিল্মসের ‘মিতিন মাসি’ এবং পথিকৃৎ বসুর ‘শাস্ত্রী’।
ঘূর্ণিঝড় রেমালের কারণে কাজ শেষ করতে না পারায় জয়দীপ মুখোপাধ্যায়ের জনপ্রিয় সিরিজ ‘একেন বাবু’ পূজার সিনেমার তালিকা থেকে ছিটকে গেছে।