প্রি-প্রোডাকশনের কাজ শেষ করে ডিসেম্বরে শুটিং শুরু হবে।
Published : 28 Oct 2024, 03:02 PM
শহরকেন্দ্রীক প্রেমের গল্পে ‘যাত্রী’ নামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন ‘নির্বাণ’ চলচ্চিত্র দিয়ে পরিচিতি পাওয়া পরিচালক আসিফ ইসলাম।
ওই সিনেমায় নায়িকা হচ্ছেন ২০১৮ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ঐশী। তবে নায়কের চরিত্রে কোনো অভিনেতাকে এখনো চূড়ান্ত করা হয়নি।
প্রি-প্রোডাকশনের কাজ শেষ করে ডিসেম্বরে ‘যাত্রী’র শুটিং শুরু করবেন বলে পরিকল্পনা করেছেন আসিফ। সম্প্রতি সিনেমার পোস্টারও প্রকাশ করেছেন তিনি।
তিনি গ্লিটজকে বলেন, "গল্পটা শহরকেন্দ্রীক। তাই বেশিরভাগ শুটিং ঢাকা শহরেই হবে। এই গল্পে শীতের একটা আবহ আছে তাই এই শীতের মধ্যেই কাজটি করতে হবে।"
সিনেমার নায়িকা নিয়ে আসিফ বলেন, "ঐশীর সঙ্গে আগে থেকেই কথা হচ্ছিল। গল্পটা পছন্দ করেছে। নায়কের সঙ্গে কথাবার্তা হয়ে আছে, কিন্তু তিনি এখনো চুক্তিবদ্ধ হননি। তাই নাম এখন প্রকাশ করতে চাই না।"
আসিফের প্রথম কাজ ছিল শিশুতোষ সিনেমা 'পাঠশালা', যা তিনি বানিয়েছিলেন যৌথভাবে। এরপরে এককভাবে বানিয়েছেন ‘নির্বাণ’; ‘যাত্রী’ তার তৃতীয় কাজ।
‘যাত্রী’ নিয়ে নির্মাতার ভাষ্য, "এটি ভালোবাসার গল্প। গল্পটা ভালোবাসার হলেও এটার বলার ধরন ভিন্ন। সিনেমাটি নিয়ে আমি খুব এক্সসাইটেড আবার নার্ভাসও।
"নির্মাতা হিসেবে এই কাজটা আমার জন্য একটু ভিন্ন। কারণ আমি এই ঘরানার কাজ আগে করিনি, এক্সপিরিমেন্টাল কাজেই আমি অভ্যস্ত। এই ঘরানার গল্প খুবই কমন হলেও এই সিনেমার ক্ষেত্রে একই গল্প অন্য প্রেক্ষাপটে একটু ভিন্নভাবে বলার চেষ্টা করব"
এই পরিচালকের 'নির্বাণ' সিনেমাটি ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পায়। এক কারখানার তিন কর্মীর যাপিত জীবন তুলে আনা হয়েছে সিনেমায়।
‘নির্বাণ’ কবে মুক্তি দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন,"সিনেমাটি আরও কিছু উৎসবে পাঠানো আছে। সেই জায়গাগুলো ঘুরে এসে আগামী বছরে মুক্তি দেওয়ার ইচ্ছে আছে।"