এক তরুণী অমিতাভকে বলেন, “স্যার আপনাকে খুব হ্যান্ডসাম লাগছে। আমি আপনার দিক থেকে চোখ সরাতে পারছি না।”
Published : 19 Sep 2024, 10:17 AM
হিন্দি সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ কেবল কোনো কুইজ শোয়ে আটকে নেই। প্রতিযোগীদের সঙ্গে বিগ বির খুনসুটি এবং গল্পগুজবে এই শো পেয়েছে জনপ্রিয়তার অন্য মাত্রা। এছাড়া এই শোয়ের মঞ্চে অমিতাভ তুলে ধরেন তার জীবনের নানা অজানা কথাও।
হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৬তম মৌসুম সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন।সম্প্রতি একটি পর্বের শুটিংয়ের সময় এক প্রতিযোগী অমিতাভকে এমন প্রশংসা বাক্যে ভাসিয়েছেন যে, বর্ষীয়ান সেই তরুণীকে চা খাওয়ার প্রস্তাব দিয়ে বসেছেন তিনি।
সোশাল মিডিয়ায় প্রকাশ হওয়া ওই এপিসোডের প্রমোতে এক তরুণীকে বলতে শোনা যায়, “স্যার আমি কি আপনাকে কিছু বলতে পারি?”
উত্তরে অমিতাভ বলেন, ‘হ্যাঁ প্লিজ’।
সমস্যা হলে নিজেদের কাজ খুঁজে নিন, অমিতাভের পরামর্শ
ভালো আছি, মিথ্যা খবর ছড়িয়েছে: অমিতাভ
এরপর ওই তরুণী বলেন, “স্যার আপনাকে খুব হ্যান্ডসাম লাগছে। আমি আপনার দিক থেকে চোখ সরাতে পারছি না। আপনার তো কোনো মেকআপেরও দরকার নেই। আপনি যে সুগন্ধীটা মেখেছেন, সেটিও সুবাস ছড়িয়েছে চারপাশে।”
অমিতাভসহ সেটে উপস্থিত সবাই হেসে ফেলেন মেয়েটির এই কথায়।
প্রশংসার মুখে অমিতাভ বলেন, “এখন আর আর এসব খেলার দরকার নেই। চলুন আমি আর আপনি ঘুরতে যাই, দুজনে চা খেয়ে আসি।”
শোয়ে আরেকটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন অমিতাভ।
'কত পুরনো বন্ধুর সঙ্গে দেখা হল', বিয়ে বাড়ি থেকে ফিরে বললেন অমিতাভ
তিনি বলেছেন, এমনও হয়েছে ২৪ ঘণ্টায় তিনটি সিনেমার শুটিং করতে হয়েছে।
“খাটাখাটনি চলত বিরামহীন। সকাল সাতটা থেকে দুপুর দুইটা। তারপর আবার দুইটা থেকে রাত ১০টা।এবং ফের রাত ১০টা থেকে সকাল ৬টা। আবার এক ঘণ্টা পর কাজ শুরু করতাম।
ফিজিক্স জ্বালিয়ে ছেড়েছে অমিতাভকে
“একদিন বাবা এসে বলেছিলেন, আমি কেন তাদেরকে সময় দিচ্ছি না। বলেছিলাম, বাবা টাকা অনেক কষ্ট করে রোজগার করি। সময় হোক, সময় দেব।”
এই ৮২ বছর বয়সে এসেও অমিতাভের পরিশ্রমে ছেদ পড়েনি। বাড়িতে শুয়ে বসে আরাম করে দিন কাটানোর বদলে নিরলস পরিশ্রম করে চলেছেন তিনি। সিনেমার কাজতো আছেই, সঙ্গে আছে এই শো এবং বিজ্ঞপনের শুটিংও।
সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেতার ‘কল্কি ২৮৯৮’ সিনেমাটি। সিনেমায় অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ। বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছে এই সিনেমা।