বাংলাদেশের কোনো সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে রেড নোটিস জারির ঘটনা এই প্রথম।
Published : 22 Apr 2025, 05:43 PM
বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, দুর্নীতিসহ নানা অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পালিয়ে থাকা বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে ধরতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) মাধ্যমে ‘রেড নোটিস’ জারি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর মঙ্গলবার বিকালে জানান, গত ১০ এপ্রিল এই রেড নোটিস জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
তবে ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিসের তালিকায় এখনো বেনজীর আহমেদের ছবি বা নাম দেখা যাচ্ছে না।
এআইজি এনামুল হক সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইন্টারপোলের ওয়েবসাইটে অধিকাংশ রেড নোটিস নিয়ন্ত্রিত, শুধু আইনপ্রয়োগকারী সংস্থা দেখতে পারে। কিছু আনুষ্ঠানিকতা শেষ হলে বেনজীর আহমেদের নামও সেখানে দেখা যাবে।”
২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন বেনজীর। তার আগে ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত ছিলেন র্যাবের মহাপরিচালক। বাংলাদেশের কোনো সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে রেড নোটিস জারির ঘটনা এই প্রথম।
তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আগে থেকেই লোকমুখে আলোচনা ছিল। তবে ২০২৪ সালের মার্চে সংবাদপত্রে তার সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেয় আদালত।
এরপর বেনজীর ও তার পরিবারের বিরুদ্ধে এক ডজনের বেশি দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুনে তার সংশ্লিষ্টতার অভিযোগ নিয়েও তদন্ত চলছে।
দুদক কয়েক দফা তলব করলেও বেনজীর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হগতে যাননি। গত বছর সরকার পতনের পরপরই বিমানবন্দর দিয়ে তার দেশের বাইরে চলে যাওয়ার একটি ভিডিও সোশাল মিডিয়ায় আসে।
এরই মধ্যে দেশের বাইরে থেকে সমমনাদের নিয়ে বেনজীরের ভার্চুয়াল বৈঠকের খবর আলোচনার জন্ম দেয়। এ নিয়ে পুলিশ কর্মকর্তাদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যসোসিয়েশন প্রতিবাদও জানায়।